Posts

Aurthohin

Image
Far from family,far from friends, far from own birthplace surrounded by thousand of negativity where every second feels like a decade , the shadow of loneliness, a depressed guy over academics, listening to the Aurthohin into a shortbreak between study hours , He almost decided to give up on life reverses his decision after listening to this song. What on earth could be better ? Thank you Authohin, Thank you Sumon Bhai 

Artcell (3rd Album)

Image
  দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা ঘুচিয়ে তৃতীয় অ্যালবাম "অতৃতীয়" নিয়ে চলে এলো আর্টসেল। জীবন এখন ১৬ মিনিট ২০ সেকেন্ড। মনে হয় 'ভুল জন্ম' আমার। 'অলস সময়ের পাড়' ধরে চলে যাই 'অন্য সময়ে'। 'দুঃখ বিলাস' করি 'এই বিদায়ে'। মনের 'চিলে কোঠার সেপাই' গুলো 'ঘুনে খাওয়া রোদে' 'গন্তব্যহীন' হেটে যায় 'পাথর বাগানে'। 'প্রভু' তুমি কোথায়? তোমার ভালোবাসার 'স্পর্শের অনুভূতি' চাই। 'ধূসর সময়ের' 'পথচলা' আর ভালো লাগেনা। মন চায় হারিয়ে যাই কোন এক 'বৃষ্টি ভেজা রাতে'। মনের 'কান্ডারী হুশিয়ার' করে 'কারার ওই লৌহ কপাট' ভাঙতে হবে। মন যতই 'তোমাকে' ভাবুক, 'স্মৃতির স্মারক' থেকে সরে এসে 'অবশ অনুভূতির দেয়াল' ভেঙে 'উৎসবের উৎসাহে' মেতে উঠতে চাই। কিন্তু 'অবিমৃশ্যতা' বারবার ঠেলে দেয় 'অনিকেত প্রান্তরে'। তবু আছি 'হুঙ্কারের অপেক্ষায়'। অবশেষে 'বাক্সবন্দি' গল্প ফেলে 'বিপ্ৰতিপ' আমি এগিয়ে যাচ্ছি। আমার 'স্মৃতির আয়না' খুঁজে পাবে 'অসম...

Look Doesn't Matter!

  I had a roommate in college..He got burned really badly. Scars all over half of his face.People always asked him what happened and he never told the same story twice. Me?  I never asked him what happened. I never treated him like he was anything other than a human being.   We were roommates for three years.The year he was graduating, he came to me and said I was the only person who never asked him what happened and who never looked at him funny. He said he had mad respect for that and he told me the real story.   It was awful and it's not my place to share it. But let it be a lesson. It doesn't matter what we look like on the outside. Inside, we're still human beings.

Notun Bhor by Nezamuddin Rony

Image
  Song: Notun Bhor Vocal: Rakib Hasan Lyrics: Nezamuddin Rony Composition: Junayed Hossain Rayhan & Rakib Hasan নিত্যনতুন বেড়াজালে পাল্টে যাচ্ছি এ কেমন এক টুকরো অন্ধকারে হাতড়ে ফিরছে জীবন যেমন। পথ অজান্তে যেন কুয়াশা মোড়ানো চাদর। ভোরের শিশিরে লুকিয়ে আছে শুভ্র থাকার আদর।। ছুটছে, ফিরছে, নেই সময় ঘুরে তাকানোর। ভাঙছে গড়ছে,নেই শংকা হারানোর। চল ফিরে যাই তবে, দু'কূল ভাঙা নদীর তীরে। চল ফিরে যাই তবে, শুটি গুটি পায়ের মিছিলে। হাসছে, কাঁদছে, নেই সাধ্য লুকানোর। হারছে, জিতছে, নেই উপায় পিছু পালানোর। চল ফিরে যাই তবে, হারানো মায়ের নীড়ে। চল ফিরে যাই তবে, বোবারাতের কান্নার ভিড়ে। চল তবে চোখ খুলি, ভাঙি মিথ্যে শহরের দেয়াল। চল তবে কান্নার বাধ ভাঙি, গড়ি সত্যের খেয়াল। #NezamuddinRony #filmmaker #writer #Lyricist

Nosto Otit by Nezamuddin Rony

Image
Song: Nosto Otit Lyrics: Nezamudddin Rony Vocal: Shanto Shaan Music: Shanto Shaan এস্ট্রেতে বাড়ছে ছাই  আঙুলের ফাঁকে সিগারেট পুড়ে যায় জীবনের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবি আঁকছি   হৃদয়ের তুমিটাকে নিকোটিনে রোজ মারছি। আধার রাতের নীরবতা কিংবা বৃষ্টির দিনে  কখনও অলস দুঃখের ভিড়ে আমাকে অনেক বেশী পোড়ায় আমাকে অনেক বেশী কাঁদায়। (২) নগরীর পথে পথে ধুলো মাখা ক্লান্ত পায়ে খুঁজে ফিরি অতীত স্মৃতিতে। এ মন ব্যাকুল হয়ে ছুটছে সারাক্ষণ তোমারি আকাশে উড়ে উড়ে যেতে চাই। কোথায় হারালে তুমি এমন অকালের দিনে বড্ড খুঁজি তোমায় হাত বাড়িয়ে ছুঁতে চাই। #NezamuddinRony #filmmaker #writer #Lyricist

Valobasha Makhbo by Nezamuddin Rony

Image
  Song: Valobasha Makhbo  Lyrics: Nezamuddin Rony Vocal: Shanto Shaan Music: Shanto Shaan শীতের রাতে এক চাদর গায়ে ভালবাসা মাখবো পাশাপাশি বসে এক জ্যোৎস্নায় কলঙ্ক আকবো। দুই কাপ ধোঁয়া উঠা কফি,মুখোমুখি তুমি আর আমি জমে থাকা কথা গুলো,চোখের ভাষায় উড়াবো। এক চাদরে পাশাপাশি ভালবাসা মাখবো। এক চাদরে পাশাপাশি ভালবাসা মাখবো। হেটে হেটে যাবো বহুদুর ব্যর্থ কুয়াশায়  আমাতে তুমি আর তোমাতে আমি।  হারিয়ে প্রেমের ভাষায় মিলবো একি চাদরে আমরা দুইজনে। এক চাদরে পাশাপাশি ভালবাসা মাখবো। এক চাদরে পাশাপাশি ভালবাসা মাখবো। এই শীতের রাতে জমে থাকা হৃদয়ে ভালবাসার উষ্ণতায়,তুমুল আদর শেষেও  বলবো শুধু তোমাকে চাই। এক চাদরে পাশাপাশি ভালবাসা মাখবো। এক চাদরে পাশাপাশি ভালবাসা মাখবো। #NezamuddinRony #filmmaker #writer #Lyricist

Tumi Asbe Ki by Nezamuddin Rony

Image
  Song: Tumi Asbe Ki.. Lyrics: Nezamuddin Rony Vocal: Shanto Shaan Music: Shanto Shaan যদি যাই কাছে দিন আসে এমন হাত ধরবে না জানি অনেকক্ষণ জানবে না তুমি হৃদয়ের স্পন্দন।  শেষে কাঁধে রেখে মাথা হবে কি আপন,হবে কি আপন.. আমি আসতেও পারি বৃষ্টির দিনে তুমি এগিয়ে দেবে কি আঁচল আমার পানে? আমি ভাসতেও রাজি ঘন কালোমেঘ হয়ে মৃদু হাওয়া হয়ে তুমি যদি যাও ছুঁয়ে.. তুমি উড়ে যাবে না তো সুতো কাটা ঘুড়ির মতো.. আমি আঁকড়ে রাখতে চাই ভালোবাসা আছে যত।  জানি রোদ্দুর হয়েও ছুতেঁ পারবো না তোমায় তবে পাগলামিগুলো বেড়ে যায় কেন এতো? যদি যাই কাছে দিন আসে এমন হাত ধরবে না জানি অনেকক্ষণ জানবে না তুমি হৃদয়ের স্পন্দন।  শেষে কাঁধে রেখে মাথা  হবে কি আপন,হবে কি আপন.. আমি কাউকেই বলবো না তুমি কান পেতে ছিলে,আমার এই হৃদয়ে। আমি কাউকেই বলবো না তুমি আমার হয়েছো,বেসেছো ভালো মন ছুঁয়ে.. তুমি সাথে হাঁটবে কি,কোনো এক বর্ষার দিনে.. কাঁদা-মাটি মাখা-মাখি ভালোবাসা থাক গোপনে। সত্যি যায় আসে কি,কেউ কিছু ভেবে নিলে.. যদি পাশে থাকো তুমি,তবে ভয় নেই নিলে চিনে.. আমি আসতেও পারি বৃষ্টির দিনে তুমি এগিয়ে দেবে কি আঁচল আমার পানে? আমি ভাসতেও রাজ...