Notun Bhor by Nezamuddin Rony
Song: Notun Bhor
Vocal: Rakib Hasan
Lyrics: Nezamuddin Rony
Composition: Junayed Hossain Rayhan & Rakib Hasan
নিত্যনতুন বেড়াজালে পাল্টে যাচ্ছি এ কেমন
এক টুকরো অন্ধকারে হাতড়ে ফিরছে জীবন যেমন।
পথ অজান্তে যেন কুয়াশা মোড়ানো চাদর।
ভোরের শিশিরে লুকিয়ে আছে শুভ্র থাকার আদর।।
ছুটছে, ফিরছে, নেই সময় ঘুরে তাকানোর।
ভাঙছে গড়ছে,নেই শংকা হারানোর।
চল ফিরে যাই তবে, দু'কূল ভাঙা নদীর তীরে।
চল ফিরে যাই তবে, শুটি গুটি পায়ের মিছিলে।
হাসছে, কাঁদছে, নেই সাধ্য লুকানোর।
হারছে, জিতছে, নেই উপায় পিছু পালানোর।
চল ফিরে যাই তবে, হারানো মায়ের নীড়ে।
চল ফিরে যাই তবে, বোবারাতের কান্নার ভিড়ে।
চল তবে চোখ খুলি, ভাঙি মিথ্যে শহরের দেয়াল।
চল তবে কান্নার বাধ ভাঙি, গড়ি সত্যের খেয়াল।
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist
Comments
Post a Comment