Valobasha Makhbo by Nezamuddin Rony

 

Song: Valobasha Makhbo 

Lyrics: Nezamuddin Rony

Vocal: Shanto Shaan

Music: Shanto Shaan


শীতের রাতে এক চাদর গায়ে ভালবাসা মাখবো

পাশাপাশি বসে এক জ্যোৎস্নায় কলঙ্ক আকবো।

দুই কাপ ধোঁয়া উঠা কফি,মুখোমুখি তুমি আর আমি

জমে থাকা কথা গুলো,চোখের ভাষায় উড়াবো।


এক চাদরে পাশাপাশি ভালবাসা মাখবো।

এক চাদরে পাশাপাশি ভালবাসা মাখবো।


হেটে হেটে যাবো বহুদুর ব্যর্থ কুয়াশায় 

আমাতে তুমি আর তোমাতে আমি। 

হারিয়ে প্রেমের ভাষায়

মিলবো একি চাদরে আমরা দুইজনে।


এক চাদরে পাশাপাশি ভালবাসা মাখবো।

এক চাদরে পাশাপাশি ভালবাসা মাখবো।


এই শীতের রাতে জমে থাকা হৃদয়ে

ভালবাসার উষ্ণতায়,তুমুল আদর শেষেও 

বলবো শুধু তোমাকে চাই।


এক চাদরে পাশাপাশি ভালবাসা মাখবো।

এক চাদরে পাশাপাশি ভালবাসা মাখবো।


#NezamuddinRony #filmmaker #writer #Lyricist

Comments

Popular posts from this blog

For my blog readers

Speed up Firefox

How to turn on wireless zero configuration in XP