Valobasha Makhbo by Nezamuddin Rony
Song: Valobasha Makhbo
Lyrics: Nezamuddin Rony
Vocal: Shanto Shaan
Music: Shanto Shaan
শীতের রাতে এক চাদর গায়ে ভালবাসা মাখবো
পাশাপাশি বসে এক জ্যোৎস্নায় কলঙ্ক আকবো।
দুই কাপ ধোঁয়া উঠা কফি,মুখোমুখি তুমি আর আমি
জমে থাকা কথা গুলো,চোখের ভাষায় উড়াবো।
এক চাদরে পাশাপাশি ভালবাসা মাখবো।
এক চাদরে পাশাপাশি ভালবাসা মাখবো।
হেটে হেটে যাবো বহুদুর ব্যর্থ কুয়াশায়
আমাতে তুমি আর তোমাতে আমি।
হারিয়ে প্রেমের ভাষায়
মিলবো একি চাদরে আমরা দুইজনে।
এক চাদরে পাশাপাশি ভালবাসা মাখবো।
এক চাদরে পাশাপাশি ভালবাসা মাখবো।
এই শীতের রাতে জমে থাকা হৃদয়ে
ভালবাসার উষ্ণতায়,তুমুল আদর শেষেও
বলবো শুধু তোমাকে চাই।
এক চাদরে পাশাপাশি ভালবাসা মাখবো।
এক চাদরে পাশাপাশি ভালবাসা মাখবো।
Comments
Post a Comment