Artcell (3rd Album)
দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা ঘুচিয়ে তৃতীয় অ্যালবাম "অতৃতীয়" নিয়ে চলে এলো আর্টসেল।
জীবন এখন ১৬ মিনিট ২০ সেকেন্ড। মনে হয় 'ভুল জন্ম' আমার। 'অলস সময়ের পাড়' ধরে চলে যাই 'অন্য সময়ে'। 'দুঃখ বিলাস' করি 'এই বিদায়ে'। মনের 'চিলে কোঠার সেপাই' গুলো 'ঘুনে খাওয়া রোদে' 'গন্তব্যহীন' হেটে যায় 'পাথর বাগানে'। 'প্রভু' তুমি কোথায়? তোমার ভালোবাসার 'স্পর্শের অনুভূতি' চাই। 'ধূসর সময়ের' 'পথচলা' আর ভালো লাগেনা। মন চায় হারিয়ে যাই কোন এক 'বৃষ্টি ভেজা রাতে'। মনের 'কান্ডারী হুশিয়ার' করে 'কারার ওই লৌহ কপাট' ভাঙতে হবে। মন যতই 'তোমাকে' ভাবুক, 'স্মৃতির স্মারক' থেকে সরে এসে 'অবশ অনুভূতির দেয়াল' ভেঙে 'উৎসবের উৎসাহে' মেতে উঠতে চাই। কিন্তু 'অবিমৃশ্যতা' বারবার ঠেলে দেয় 'অনিকেত প্রান্তরে'। তবু আছি 'হুঙ্কারের অপেক্ষায়'। অবশেষে 'বাক্সবন্দি' গল্প ফেলে 'বিপ্ৰতিপ' আমি এগিয়ে যাচ্ছি। আমার 'স্মৃতির আয়না' খুঁজে পাবে 'অসমাপ্ত সান্ত্বনা'। আমি 'অতৃতীয়' একজন 'কৃত্রিম মানুষ' ।
( আর্টসেলের এই গান গুলো এক একটি ভালোবাসা )
#gseriesmusic #Artcell #NezamuddinRony
Comments
Post a Comment