Nosto Otit by Nezamuddin Rony
Song: Nosto Otit
Lyrics: Nezamudddin Rony
Vocal: Shanto Shaan
Music: Shanto Shaan
এস্ট্রেতে বাড়ছে ছাই
আঙুলের ফাঁকে সিগারেট পুড়ে যায়
জীবনের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবি আঁকছি
হৃদয়ের তুমিটাকে নিকোটিনে রোজ মারছি।
আধার রাতের নীরবতা কিংবা বৃষ্টির দিনে
কখনও অলস দুঃখের ভিড়ে
আমাকে অনেক বেশী পোড়ায়
আমাকে অনেক বেশী কাঁদায়। (২)
নগরীর পথে পথে ধুলো মাখা ক্লান্ত পায়ে
খুঁজে ফিরি অতীত স্মৃতিতে।
এ মন ব্যাকুল হয়ে ছুটছে সারাক্ষণ
তোমারি আকাশে উড়ে উড়ে যেতে চাই।
কোথায় হারালে তুমি
এমন অকালের দিনে
বড্ড খুঁজি তোমায়
হাত বাড়িয়ে ছুঁতে চাই।
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist
Comments
Post a Comment