Grinna by Nezamuddin Rony

কবিতা: ঘৃণা / Grinna লেখক: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony বই: এলোমেলো ভাবনা / ElomeloVabna আমি তোমাদের ঘৃণা করি শুনতে পাচ্ছ! হ্যাঁ, তোমাদেরকেই বলছি খরাক্লিষ্টে শুকিয়ে গেছে আমার ঠোঁট নইলে থুথু ছিটিয়ে দিতাম তোমাদের মুখে মূত্রবাণে বিসর্জন দিতাম হে ভ্রষ্টা রাষ্ট্র ক্ষমতালোভী সিংহাসন নির্বোধ জনতা, নগ্ন সভ্যতা আমি তোমাদের ঘৃণা করি। আমি তোমাদের ঘৃণা করি ধূলিমাখা কাঁদা, নরম গালিচা রেড কার্পেট, কালো রাজপথ দাম্ভিক দালান, ভিখারি ফুটপাথ আমি তোমাদের ঘৃণা করি। আর কত মুখ বুঝে সইবে দেহ বিকিয়ে বাঁচবে হাড় মাংস চিবিয়ে খাবে হে বুদ্ধিবেশ্যা, নষ্ট বীর্যমাখা পতিতা বেজন্মা দালাল, জারজ নেতা আমি তোমাদের ঘৃণা করি। আমার অন্তরে থোকায় থোকায় জমেছে তিক্ততা দাঁতের গোড়ায় গোড়ায় বিষ তোমাদের ঐ পচা দেহে কামড়াতেও আমার বড্ড ঘেন্না লাগে। #NezamuddinRony #filmmaker #writer #Lyricist