Posts

Showing posts with the label Book

Grinna by Nezamuddin Rony

Image
  কবিতা: ঘৃণা / Grinna লেখক: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony বই: এলোমেলো ভাবনা / ElomeloVabna আমি তোমাদের ঘৃণা করি শুনতে পাচ্ছ! হ্যাঁ, তোমাদেরকেই বলছি খরাক্লিষ্টে শুকিয়ে গেছে আমার ঠোঁট নইলে থুথু ছিটিয়ে দিতাম তোমাদের মুখে মূত্রবাণে বিসর্জন দিতাম হে ভ্রষ্টা রাষ্ট্র ক্ষমতালোভী সিংহাসন নির্বোধ জনতা, নগ্ন সভ্যতা আমি তোমাদের ঘৃণা করি। আমি তোমাদের ঘৃণা করি ধূলিমাখা কাঁদা, নরম গালিচা রেড কার্পেট, কালো রাজপথ দাম্ভিক দালান, ভিখারি ফুটপাথ আমি তোমাদের ঘৃণা করি। আর কত মুখ বুঝে সইবে দেহ বিকিয়ে বাঁচবে হাড় মাংস চিবিয়ে খাবে হে বুদ্ধিবেশ্যা, নষ্ট বীর্যমাখা পতিতা বেজন্মা দালাল, জারজ নেতা আমি তোমাদের ঘৃণা করি। আমার অন্তরে থোকায় থোকায় জমেছে তিক্ততা দাঁতের গোড়ায় গোড়ায় বিষ তোমাদের ঐ পচা দেহে কামড়াতেও আমার বড্ড ঘেন্না লাগে। #NezamuddinRony #filmmaker #writer #Lyricist

Unish by Nezamuddin Rony

Image
কবিতা: উনিশ / Unish লেখক: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony বই: এলোমেলো ভাবনা / ElomeloVabna ১৯ একটি কালো অধ্যায়ের গল্প। ১৯ একটি গ্রহণের গল্প। ১৯ একটি উষ্ণতার গল্প পুড়ে যাওয়ার গল্প, আমার সর্বনাশের গল্প। ১৯ অপমান আর লাঞ্ছনার গল্প একটি লাল টি-শার্টের গল্প, সুতাই বাঁধা কষ্টের গল্প পরতে পরতে জমা দুঃখের গল্প, গন্ধময় দুঃসহ স্মৃতির গল্প। ১৯ বিচ্ছেদ ও বেদনার গল্প। ১৯ অভিমানের গল্প, আমার আর্তচিৎকারের গল্প। ১৯ একটি ভুলের গল্প। ১৯ তুমি সরে যাও, এবার আমি ঘুরে দাঁড়াব আসছে বিশে আমি ফাগুন হবো চলবে জীবন আগের মতো। #NezamuddinRony #filmmaker #writer #Lyricist

Biccheder Sristhi by Nezamuddin Rony

Image
  কবিতা: বিচ্ছেদে সৃষ্টি / Biccheder Sristhi লেখক: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony বই: এলোমেলো ভাবনা / ElomeloVabna ধরো আমি আকাশ, তুমি মেঘ তোমাকে বুকে আগলে রাখতে আমার কি আকুলতা তবুও তুমি বৃষ্টি হয়ে ঝরলে শীতলতা এনে দিলে ধরণীর বুকে তপ্ত সূর্যের বসবাস আমার সম্পূর্ণ হৃদয় জুড়ে । ধর, তুমি সাগর, আমি নদী তোমাতে মিশে যেতে আমার কি প্রবল ইচ্ছা বর্ষার ভরা যৌবনে কলঙ্কের বাঁধ-কূল ভেঙে ছুটে যাই তোমার দিকে অথচ তুমি ভাটির টানে ফিরে গেলে না পাওয়ার ব্যথার খরায় আমার বুকে চর জেগেছে। বসন্তে ফোটা প্রথম ফুল তুমি নব্য ফুলের সুবাস নিতে আমার সেকি চঞ্চলতা অথচ অভিমানের কাঁটায় আমায় ক্ষতবিক্ষত করলে রক্তঝরা হৃদয় নিয়ে লটকে থাকি তোমার বিষাদের শুকনো ডালে। ধরো আমি শিশির, তুমি রৌদ্র ভালোবাসায় তোমায় সিক্ত করবো, আমার প্রবল প্রত্যাশা অথচ তুমি হৃদয়হীনার মত আমায় পুড়িয়ে দিলে জ্বলতে জ্বলতে আমার বিনাশ হল। তবুও তোমার বাঁধন থেকে মুক্তি মিলল না মুক্তি তুমিও পাবে না যতদিন না এই চিরন্তন প্রেমের আহবানে সারা দেবে...

Adol by Nezamuddin Rony

Image
  কবিতা : আদল / Adol লেখক: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony বই: এলোমেলো ভাবনা / ElomeloVabna আমি কখনো আত্মহত্যা করব না কারণ আমি মৃত্যুভয় পাই রক্তক্ষয়ী কোন যুদ্ধে আমার বীরত্ব গাঁথা থাকবে না কারণ ঐ একটাই আমি মৃত্যুকে ভয় পাই। তাই এই নির্বোধ গণতন্ত্রের দেশে নিরীহ জনগণের লেবাস পড়ে ঘুরে বেড়াই। তোমাদের শাসনের ভারে আমার কাঁধ নুয়ে পড়ে তোমাদের নিয়ম কানুন শৃঙ্খল শেকলের মত আমায় জড়িয়ে রাখে। তোমাদের নগ্ন রাইফেল, তপ্ত বুলেট মানবতার শরীর পুড়িয়ে ফেলা কামান পায়ের তলায় বিবেক পিষে মারা ভারি শক্ত বুট তোমাদের সামনে আমি নতজানু। ঐ রক্তচক্ষুকে আমি ভীষণ ভয় করি স্বভাববশেই আমার জিহ্বা বেরিয়ে আসে আমি ক্ষমতার পা চাটি, ভক্তিতে তৃপ্ত তোমাদের হাত মাথার উপর পড়লেই আমি নিয়মমাফিক তোমাদের পক্ষে ভুগিয়ে উঠি। আমি ভালো ছেলে, আহেতুক বাজে কাজে জড়ায় না গলির মোড়ে কে যেন শিস দিল আমি ফিরেও তাকায় না চলন্ত বাসে যুবতীর রসাল শরীরে অচেনা হাত ঘুরেফেরে আমি ঘাড় ঘুরিয়ে নেই রাষ্ট্রের আত্চিৎকারে বধির হয়ে যাই। ...

Ei Jah Sob Vulechi by Nezamuddin Rony

Image
  কবিতা: এই যা সব ভুলেছি / Ei Jah Sob Vulechi কবি: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony বই: এলোমেলো ভাবনা / ElomeloVabna এই যা সব ভুলেছি কবে,কখন, কার আঁচলে বাধা ছিলাম কার বুকেতে ঘুমিয়েছিলাম কোন ঠোঁটে ডুবেছিলাম কার চোখেতে হারিয়েছিলাম! কোন দেহেতে মজেছিলাম শেষ রাতটা কার সখ্যতায় ভাসিয়েছিলাম। সব ভুলেছি বেঁচে থাকার ভুল নিয়মে ভাসিয়ে গা উজান টানে ভাটির ব্যথা সব ভুলেছি বর্ষার ভরা যৌবনে। এই যা সব ভুলেছি দেহের ঋণ শোধার আগেই প্রেম ছেড়েছি। সব ছেড়েছি নষ্ট ছায়ায় নষ্ট হাওয়ায় মনের টানে মন পুড়ে না দেহের টানে দেহ টাটায়। #NezamuddinRony #filmmaker #writer #Lyricist

Manchitro by Nezamuddin Rony

Image
  কবিতা: মানচিত্র / Manchitro লেখক: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony বই: এলোমেলো ভাবনা / ElomeloVabna তবে তাই হোক সময়ের খেরোখাতায় অভিমান বাড়তে থাক অভিযোগের তির্যকে দুটি হৃদয় ক্ষত-বিক্ষত হোক দূরত্ব বাড়তে বাড়তে দিগন্ত ছড়াক কাঠ দেয়ালের কাঠিন্য ঝরে পড়ুক তবে তাই হোক, স্বপ্নগুলো অপূর্ণতায় থাক দু-জোড়া চোখ স্রোতে ভাসুক সাংসারিক শব্দের বাঁধন ছিন্ন হোক লেনদেন সব চুকে যাক তবে তাই হোক, সম্পর্কের ছেঁড়া কাপড় থেকে দুটি হৃদয় মুক্তি পাক। সম্পর্কের মানচিত্র আজ অভিমানের কাঁটাতারে বিভক্ত দু'পাশে দুটি হৃদয় ক্ষতবিক্ষত অভিযোগের রাইফেল তাক করে আছে চলছে দেনা-পাওনার দ্বন্দ্ব। #NezamuddinRony #filmmaker #writer #Lyricist

Bebocched by Nezamuddin Rony

Image
    কবিতা: ব্যবচ্ছেদ / Bebocched কবি: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony বই: এলোমেলো ভাবনা / ElomeloVabna একটি বিছানার দুটি প্রান্ত মাঝখানে কাঁটাযুক্ত শূন্যতা বিষাক্ত। অভিমানে ভরা নির্ঘুম চোখ শব্দহীন পুরুষ্ট ঠোঁট অসার দেহ, ভালবাসার বিদায়ে হৃদয় শোকাগ্রস্ত। পিঠে অনুতপ্ত হাতের আসায় দীর্ঘতর রাত ঘুমহীন চোখে মরে যাওয়া স্বপ্নগুলো মাথার ওপর ঘুরতে থাকা সিলিং ফ্যানের শব্দে চাপা পড়া দীর্ঘ নিঃস্বাস। অথচ কখনো এখানে ভালোবাসার বৃষ্টি হতো নিত্যনতুন স্বপ্ন বুনা হতো মুগ্ধ হয়ে ঝড়ত প্রেমপ্রলাপ। কখনো এখানে চাষ হতো বিশুদ্ধ আবেগের, বিশ্বাসের। তখনো একি আকাশে একই চাঁদ উঠত তখোনো এখানে বসন্ত আসত শীত ঘুরত, গ্রীষ্মের প্রখরতাও ছিল সিদ্ধ। তখন এখানে নখের আঁচড় দাগ কাটত কামনায় ঠোঁট ডুবত দুটি মনের মিলনে ফুল ফুটতো। আজ সম্পূর্ণ বুক নিঃসঙ্গতায় ভরপুর। একি আকাশ মাথার ওপরে একি চাঁদ আলাদা আলাদা চোখে অসম্পূর্ণ, একা। আজ এখানে দুঃখ ঝরে, কষ্ট ঝরে, অবিশ্বাস ঝরে। সাংসারিক শান্তি চুক্তিতে বাড়ে স্তব্ধতা ...

Asbe Ki by Nezamuddin Rony

Image
    কবিতা: আসবে কি? / Asbe Ki ? লেখক: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony বই: এলোমেলো ভাবনা / ElomeloVabna একদিন সূর্য পুড়ে যাবে চাঁদ আলো হারাবে একদিন আমি থমকে যাবো তোমার চিবুকে জল ঝড়বে। একদিন শহরের সব ফুল বিবর্ণ হবে তোমার খোপা শূন্য পরে থাকবে অস্ফুটিত হাহাকার ঠোঁটের ফাঁকে আটকে যাবে । একদিন তোমার কিচ্ছু ভালো লাগবে না, কিচ্ছু না পরিচিত স্বামীর রাতের খোলস প্রিয় সন্তানের আহ্লাদ, সাংসারিক ব্যস্ততা উঠোন ভর্তি সুখ, জানালার পাশের বকুল ফুল। অতীত প্রেমের ঝড়ে সব উবে যাবে বিদায়ী প্রেমের আর্তনাদে তরকারিতে নুন বাড়বে পুরাতন প্রেমিকের পালক খুঁজবে স্মৃতির ফাঁকে। ধোঁয়া ওঠা ক্যাফেটেরিয়ায়, বর্ষার কদমতলায় ঘামে ভেজা ট্রাফিক জ্যামে, টিএসসির চত্বরে। তোমার বুকে ভালবাসার মন্থন করে একদিন আমি ঘুমিয়ে যাবো। আমার মৃত্যু সংবাদই তোমার সুখের ঘরের অসুখ হবে। সেদিন তুমি কি আসবে! সাংসারিক দায় অঅবজ্ঞা করে সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে রতিক্রিয়ায় ব্যঘাত ঘটিয়ে স্বামির রক্তচক্ষু উপেক্ষা করে, আসবে কি...

Rokter Kalite Kolonkitoh by Nezamuddin Rony

Image
  কবিতা: রক্তের কালিতে কলঙ্কিত / Rokter Kalite Kolonkitoh কবি: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony বই: এলোমেলো ভাবনা / ElomeloVabna ছেনাল সময়, নগ্ন অতীত জারজ বর্তমান, বেওয়ারিশ ভবিষ্যৎ। ধর্ষিত মানচিত্র রক্তে রঞ্জিত তীব্র ব্যথার বানে ভেসে একটি পতাকার জন্ম। অথচ, আজো স্বাধীনতার পায়ে শিকল গণতন্ত্রের মুখে পেরেক ঔরসজাতে মতভেদ। অহংকারি হাসি, মিথ্যা প্রসূতি আড়ালে সিনাজুড়ি, চোরের মায়ের বড় গলা...। আস্তিনে পোষ মানে বিষাক্ত সাপ আঁচলে খোঁজে অলীক সুখ পেশির বাহাদুরি রসাল দেহের কাড়াকাড়ি। জীর্ণ দেহে শীর্ণ কাপড় ক্ষুধার্ত পেটে ক্রন্দন অবহেলা অনিহার শোরগোল তুচ্ছ তাচ্ছিল্যের শিকার। লড়াইয়ের মাঠ রাজপথ বেওয়ারিশ লাশ মর্গে যাপন হাহাকারের আর্তধ্বনি লাশের পাহাড়ে ক্ষমতার কাড়াকাড়ি। হানাহানির তাণ্ডবে স্বৈরশাসক নৃত্যে মাতে সংবাদপত্র মুখবন্দি খামে বিবেক মুষড়ে থাকে। কালো পিচে নববধূর লাল আলতা অপেক্ষারত চোখ স্বপ্ন ভাঙা নব জাতকের বুকে বুলেটের হানা তবুও নিত্য বেচা কেনা হয় আমাদের ভালো থাকা...

Kabir Jibon Nosto by Nezamuddin Rony

Image
  কবিতা : কবির জীবন নষ্ট / Kobir Jibon Nosto লেখক: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony বই: এলোমেলো ভাবনা / ElomeloVabna কবি সংবিধানের জন্য ক্ষতিকর শব্দ রাষ্টের জন্য হানিকর আর তাই রাষ্টপ্রধান বলে দিলো অস্ত্রের মুখে দেশ চালাব প্রয়োজন নেই কোনো কবির। ঘোষণাপত্র এলো কবি পাপী, অচ্ছুত, অনিষ্টকারী কবিকে নির্বাসন দাও কবির জীবন মূল্যহীন। কি হবে শব্দ বুনে সময়ের পাতায় কাব্য লিখে? কবিতা কি ভাত দেবে ক্ষুধার্ত পেটে বুটের আঘাত বুলেটের নির্মম ঝংকারে কবিতা কি বুক চিতিয়ে দাঁড়াবে? এই যে পূর্ণ চাঁদের গল্প নষ্ট ফুলের কাব্য এসব অপ্রজোনীয়। বেঁচে থাকার স্লোগানে চাঁদের সংজ্ঞা কই? জীবনসংগ্রামে ফুল পিষে মারতে হয়। ওসব মেয়ে ভোলানো ছক, বেহায়াপনা আর কি কবির জীবন নষ্ট, মূল্যহীন। কবিকে পিষে মার, ফাঁসির কাষ্ঠে তোল দেহটাকে ছিন্নভীন্ন করে ফেল কবিকে মৃত্যু দাও, শেষ নিঃশ্বাস পর্যন্ত জ্বালাও। কবি তবু লিখে চলে... বেহিসাবি ঋণের বোঝা বাড়িয়ে সমস্ত নোংরা গালি হজম করে রক্তচক্ষু উপেক্ষা করে র...

Shukhei Bedhechi Ghor by Nezamuddin Rony

Image
    কবিতা: সুখেই বেঁধেছি ঘর / Shukhei Bedhechi Ghor কবি: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony বই: এলোমেলো ভাবনা / ElomeloVabna আমার ব্যর্থ চাঁদ তোমার মন খারাপের রাত। আমার সূর্য দীঘল বাড়ী তোমার শীতের আলসেমি। আমার নষ্ট হবার প্রাত তোমার কষ্ট পাবার ধাত। আমার বিচ্ছেদের শব্দ ভারী তোমার অন্য পাড়ায় বাড়ী, আমার স্বপ্ন ভাঙা তরী তুমি দেও না খেয়া পাড়ি। আমার দিন ফুরোলো তোমার অন্য গল্প শুরু হলো। আমার স্মৃতির পাতায় ঝড় তোমার তখন অন্য বুকে ঘর। আমার সকল আহাজারি তোমার মিথ্যা লাগে ভারি আমার দুঃখরা আত্মঘাতি তোমার সুখের বাড়া-বাড়ি। এখন শুধু একা আমি কিছু নষ্ট মাতলামি সুখেই বেঁধেছি ঘর তোমার দিন বদলের পর। #NezamuddinRony #filmmaker #writer #Lyricist