Bebocched by Nezamuddin Rony


 
 
কবিতা: ব্যবচ্ছেদ / Bebocched
কবি: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony
বই: এলোমেলো ভাবনা / ElomeloVabna

একটি বিছানার দুটি প্রান্ত
মাঝখানে কাঁটাযুক্ত শূন্যতা বিষাক্ত।
অভিমানে ভরা নির্ঘুম চোখ
শব্দহীন পুরুষ্ট ঠোঁট
অসার দেহ, ভালবাসার বিদায়ে হৃদয় শোকাগ্রস্ত।
পিঠে অনুতপ্ত হাতের আসায় দীর্ঘতর রাত
ঘুমহীন চোখে মরে যাওয়া স্বপ্নগুলো
মাথার ওপর ঘুরতে থাকা সিলিং ফ্যানের শব্দে
চাপা পড়া দীর্ঘ নিঃস্বাস।
অথচ কখনো এখানে ভালোবাসার বৃষ্টি হতো
নিত্যনতুন স্বপ্ন বুনা হতো
মুগ্ধ হয়ে ঝড়ত প্রেমপ্রলাপ।
কখনো এখানে চাষ হতো বিশুদ্ধ আবেগের, বিশ্বাসের।
তখনো একি আকাশে একই চাঁদ উঠত
তখোনো এখানে বসন্ত আসত
শীত ঘুরত, গ্রীষ্মের প্রখরতাও ছিল সিদ্ধ।
তখন এখানে নখের আঁচড় দাগ কাটত
কামনায় ঠোঁট ডুবত
দুটি মনের মিলনে ফুল ফুটতো।

আজ সম্পূর্ণ বুক নিঃসঙ্গতায় ভরপুর।
একি আকাশ মাথার ওপরে
একি চাঁদ আলাদা আলাদা চোখে অসম্পূর্ণ, একা।
আজ এখানে দুঃখ ঝরে, কষ্ট ঝরে, অবিশ্বাস ঝরে।
সাংসারিক শান্তি চুক্তিতে বাড়ে স্তব্ধতা
আড়াল হয় চোখের জল
বাড়ে পাহাড় সমান ব্যস্ততা
অনুযোগের নির্বাক শব্দ।
বাড়তে থাকা রাতে গাঢ় হয় অন্ধকার
নিকোটিনের ধোঁয়া আর বোবা কান্নায় ভেজা
বালিশ জানে কতটা নির্মম এই আধার রাত।

#NezamuddinRony #filmmaker #writer #Lyricist




Comments

Popular posts from this blog

For my blog readers

Speed up Firefox

Abbreviation