Rokter Kalite Kolonkitoh by Nezamuddin Rony


 
কবিতা: রক্তের কালিতে কলঙ্কিত / Rokter Kalite Kolonkitoh
কবি: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony
বই: এলোমেলো ভাবনা / ElomeloVabna

ছেনাল সময়, নগ্ন অতীত
জারজ বর্তমান, বেওয়ারিশ ভবিষ্যৎ।
ধর্ষিত মানচিত্র রক্তে রঞ্জিত
তীব্র ব্যথার বানে ভেসে একটি পতাকার জন্ম।
অথচ, আজো স্বাধীনতার পায়ে শিকল
গণতন্ত্রের মুখে পেরেক ঔরসজাতে মতভেদ।
অহংকারি হাসি, মিথ্যা প্রসূতি
আড়ালে সিনাজুড়ি, চোরের মায়ের বড় গলা...।
আস্তিনে পোষ মানে বিষাক্ত সাপ
আঁচলে খোঁজে অলীক সুখ
পেশির বাহাদুরি রসাল দেহের কাড়াকাড়ি।

জীর্ণ দেহে শীর্ণ কাপড়
ক্ষুধার্ত পেটে ক্রন্দন
অবহেলা অনিহার শোরগোল
তুচ্ছ তাচ্ছিল্যের শিকার।
লড়াইয়ের মাঠ রাজপথ
বেওয়ারিশ লাশ মর্গে যাপন
হাহাকারের আর্তধ্বনি
লাশের পাহাড়ে ক্ষমতার কাড়াকাড়ি।
হানাহানির তাণ্ডবে
স্বৈরশাসক নৃত্যে মাতে
সংবাদপত্র মুখবন্দি খামে
বিবেক মুষড়ে থাকে।
কালো পিচে নববধূর লাল আলতা
অপেক্ষারত চোখ স্বপ্ন ভাঙা
নব জাতকের বুকে বুলেটের হানা
তবুও নিত্য বেচা কেনা হয়
আমাদের ভালো থাকা।

শহর জুড়ে পোড়া গন্ধ
সূর্যসন্তান ভয়ে মত্ত
প্রতিবাদী স্লোগান আর হয় না রপ্ত
দ্রোহ নিভে গেছে, সুপ্ত।

রক্তে রঞ্জিত দেশ আজ
রক্তের কালিতেই কলঙ্কিত।

#NezamuddinRony #filmmaker #writer #Lyricist






Comments

Popular posts from this blog

For my blog readers

Speed up Firefox

How to turn on wireless zero configuration in XP