Linux
ব্যক্তিগতভাবে লিনাক্স ব্যবহারে সুখেই আছি। ভাইরাসের দিকটা লিনাক্স সেরাদের সেরা । কোডার'সদের জন্য লিনাক্স সবচেয়ে ভাল বলে মনে হয়। সাধারণ ইউজারদের জন্য উইন্ডোজ ব্যবহার করাই শ্রেয়। অনন্ত যারা টেক রিলেটেড না। টারমিনাল ইউজ করতে খুবই মজা লাগে, পারলে সেশনের অর্ধেক টাইম টার্মিনালে কাটাই।
Comments
Post a Comment