NAME OF DHAKA
NAME OF DHAKA
ঢাকা জেলার নামকরণ : ঢাকা নামের উৎপত্তি সম্পর্কে স্পষ্ট করে তেমন কিছু জানা যায় না ।
তবে এই বিষয়ে কিছু প্রচলিত মতবাদ হচ্ছে …..
(ক) : এক সময় এ অঞ্চলে প্রচুর ঢাক গাছ ছিল ।
(খ) : গুপ্ত অবস্থায় থাকা দুর্গা দেবী কে (ঢাকা-ইশ্বরী/যেখানে বর্তমানে ঢাকেশ্বরী মন্দির) এ স্থানে পাওয়া যায় ।
(গ) :১৬১০ খ্রিস্টাব্দে রাজধানী উদ্বোধনের সময় ইসলাম খাঁ এর নির্দেশে বুড়িগঙ্গার তীরে ঢাক বাদ্য বাজানো হয়েছিলো । এবং তার শব্দ যতদুর পর্যন্ত শোনা যায় ততদূর অবধি এই এলাকার সীমানা নির্ধারণ করেন । এবং নাম দেন ” ঢাকা “।
(ঘ) : ‘ঢাকা ভাষা’ নামে একটি প্রাকৃত ভাষা এখানে প্রচলিত ছিলো ।
(ঙ) : রাজ তরঙ্গিনীতে ঢাক্কা শব্দটি পর্যবেক্ষন কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে অথবা শিলালিপি তে উল্লিখিত সমুদ্রগুপ্তের পূর্বাঞ্চলীয় রাজ্য ডবাকই হলো ঢাকা ।
ঐতিহাসিক ও দর্শনীয় স্থান
- লালবাগ কেল্লা
- বায়তুল মোকাররম মসজিদ
- আহসান মঞ্জিল
- পরী বিবির মাজার
- ঢাকেশ্বরী মন্দির
- বঙ্গভবন
- তারা মসজিদ
- চামেরী হাউজ
- কার্জন হল
- স্মৃতিসৌধ
- শহীদ মিনার
- সোহরাওয়ার্দী উদ্যান
- হুসেনী দালান
- বাহাদুর শাহ পার্ক
- ইত্যাদি আরও অনেক