Tumi Ki Bujhona by Nezamuddin Rony
Song: Tumi Ki Bujhona
Lyrics: Nezamuddin Rony
Tune & Vocal: Rb Munad
Music: Piran Khan
আধার রাত নিশ্চুপ সব
অতীত স্মৃতি আর পিছুটান।
আর আমার কিছু অভিমান
তোমার মায়ায় বন্ধি ছিলাম।
তুমি কি বুঝো না
জীবনের শেষ নিঃশ্বাসে
আমি তোমাকে চাই।
তোমার মনের দরজা খুলো
দেখ অন্ধকারে আমি একা ।
চোখের সব আলো এক করে
দেখেছি শুধু তোমায়।
তুমি কি বুঝো না
জীবনের শেষ নিঃশ্বাসে
আমি তোমাকে চাই।
যত শংসয় সব ভুলে
একটু তাকাও মুখটা তুলে।
তোমায় নিয়ে হাজারো কবিতা
থাকবে তুমি আমার পাশে।
তুমি কি বুঝো না
জীবনের শেষ নিঃশ্বাসে
আমি তোমাকে চাই।
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist

Comments
Post a Comment