Khuje Berai by Nezamuddin Rony
Song: Khuje Berai
Lyrics: Nezamuddin Rony
Tune & Vocal: Ahad Fahim
Music: Ahad Fahim
আজও খুঁজি অভিমানে
আমার লেখা কবিতা গানে।
উদাসি বিকেলে
দক্ষিণা বাতাসে
তিতাসের পাড়ে
খুঁজে বেড়াই অতীত স্মৃতিতে।
চলে গেলে অকারণে
বুকের ক্ষত আমায় দগ্ধ করে
পোড়া চোখে যদি আগুন জ্বলে
আগুন নেভাবো কিসে?
উদাসী বিকেলে
দক্ষিণা বাতাসে
তিতাসের পাড়ে
খুঁজে বেড়াই অতীত স্মৃতিতে।
নয়নের স্বপ্নে দেখি তোমায়
ছিলে এ মনের আকাশ জুড়ে
হঠাৎ কোন অচেনা বাতাসে
উড়ে গেলে কোন হৃদয়ে
আজও খুঁজি অভিমানে
আমার লেখা কবিতা গানে ।
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist

Comments
Post a Comment