Nesha by Nezamuddin Rony
Lyrics: Shah Alam Ranzu & Nezamuddin Rony
Tune & Vocal: Rb Munad
Music: Piran Khan
এ কোন নেশায় মেতেছি
কেন নিজের সাথে লুকোচুরি
নিজেই যখন নিজের প্রতিদ্বন্দ্বী
আবার নিজের সাথেই করি সন্ধি।
কি অদ্ভুত, কি অদ্ভুত এই আমি
কি অদ্ভুত, কি অদ্ভুত খেলায় জড়িয়েছি।
গোলাম আমি বাহান্ন তাসের খেলায়
নিজেকে রাজা কেন নিজেই সাজায়
আবার রাণীর চালে নিজেকেই জোকার বানায়।
নিজেকে হারিয়ে আবার নিজেকেই জিতায়
নিপুণ অভিনয়ে নিজেকে মাতায় ।
কি অদ্ভুত, কি অদ্ভুত এই আমি
কি অদ্ভুত, কি অদ্ভুত খেলায় জড়িয়েছি।
নিজেকে হারাতে যত ছলচাতুরী
পাশার দান উল্টে করি বাহাদুরী।
ভুল চালে খোয়ায় মন্ত্রী
সাপের মুখে থমকে নিঃশ্বাস
নিজেই নিজের মুখোমুখি হয়ে বসে আছি।
কি অদ্ভুত, কি অদ্ভুত এই আমি
কি অদ্ভুত, কি অদ্ভুত খেলায় জড়িয়েছি।
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist

Comments
Post a Comment