Vul Jonmo by Nezamuddin Rony

কবিতা: ভুল জন্ম / Vul Jonmo
কবি: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony
বই: এলোমেলো ভাবনা / ElomeloVabna
আমার জন্মই ভুল
মিথ্যা জীবনের স্বাদ পেতে
ভয়াবহ মৃত্যুর মুখে পতিত হয়েছি।
আমার জন্মই ভুল
আলোর উৎস খুজতে গিয়ে
বিষম অন্ধকারে হারিয়েছি,
সৃষ্টির স্বরূপ দেখতে
নির্মম ধ্বংসের তাণ্ডবে মেতেছি।
এই যে নিশ্বাসের অমৃত স্বাদ
এর কণায় কণায় বিষের জ্বালা
এই যে বেঁচে থাকার তীব্র আনন্দ
সহস্র নির্মম মৃত্যু যন্ত্রণায় ভরা
এই যে নির্মল হাসির উচ্ছলতা
করুণ অশ্রুজলে ভেজা
এসবতো আমারি জন্মের ভুল
জন্ম ভুলেই জীবনের আশীর্বাদে
বিষাদের মৃত্যুর অভিশাপ কুড়িয়েছি।
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist
Comments
Post a Comment