Vorsta Shohor by Nezamuddin Rony
Poem: Vorsta Shohor / ভ্রষ্টা শহর
Writer: Nezamuddin Rony / নিজাম উদ্দিন রনি
Book: ElomeloVabna / এলোমেলো ভাবনা
পাগল এই নগরীতে
আমি কবি বেজন্মা
লিখে যাই জারজ কবিতা
নাক সিঁটকে চলে সুশীল সমাজ
চোখ রাঙিয়ে ওঠে ক্ষমতা
মুখ ফিরিয়ে রাখে জ্ঞানপাপীরা
ধিক্কার দেয় বুদ্ধিবেশ্যা।
আমি সত্যের মুখোমুখি দাঁড়িয়ে বলি
তোমাকে খুন করবো
কি অধিকার আছে তোমার
এভাবে নগ্নতাকে প্রকাশ করার!
আমার দায়ে কলম চলে
ঝাঁঝালো শব্দ সইতে না পেরে
উজবুকের দল ছিঃ ছিঃ কলরব তুলে
আমাকে কাফনে ঢেকে রাখে
আতরের সুবাস বাতাসে ভাসে
ধূপশলার সুগন্ধি শহর মাতিয়ে রাখে
আহ, কি পবিত্রতা!
লিকলিকে হাড়ে নোংরা শরীর
ক্ষুধার জ্বালায় পুড়ে যাওয়া বীভৎস পেট
বুটের তলায় পিষে যাওয়া বিবেক
দুর্নীতির কাদায় মাখা শহর
নেতার মৌ মৌ বাণীতে ঢেকে থাকে।
কচি মাংসের স্বাদে আবৃত দেহ দেখেও
পুরোহিতের ধূতি খুলে
অন্ধ হাফেজ চোখ ঢেকে রাখে
অন্ধকার রাতে উর্বশীরা রাস্তায় নামে
মুখোশ খুলে দেবতারাও শয়তান হয়ে ওঠে
দামী চাদরে রক্ত লেগে থাকে
শীর্ণ রাস্তায় জীর্ণ দেহ কুকুরে চাটে
ভিড় ঠেলে অচেনা হাত রস খুঁজে
এত নোংরা রিসাইকেল হবে কোথায়
শহরের শরীরেও কলঙ্কের দাগ লেগে যায়।
হায় শহর, তুমিও নষ্ট হলে
বাকা চলনে, তুমিও ভ্রষ্টা হলে।
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist