Tumi O Doshi Hee Odistho by Nezamuddin Rony
কবি: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony
বই: এলোমেলো ভাবনা / ElomeloVabna
যদি আমার ভেতর মিথ্যা বসাও
তবে নিন্দা হবে তোমার
যদি অন্যায়, অপরাধ, অসৎ মেশাও
তবে নিন্দা হবে তোমার
যদি আমায় কুৎসিত, নোংরা বানাও
তবে নিন্দা হবে তোমার।
এই যে বিবর্জিত বিবেক, মূল্যহীন মনুষ্যত্ব
মনের ভেতর হিংস্র হায়েনা সুপ্ত
এসব তো তোমারি ভুল- ভুল সৃষ্ট।
সৃষ্টির স্বরূপেই নাকি বাঁচো
তুমিই সকল ক্ষমতার উৎস
এই যে আমি খাই, ঘুমাই, হাটি
কথাবলি, এসবতো তোমারি মর্জি।
তবে, কচি মাংসের প্রতি আমার লোলুপ দৃষ্টি
বুটের তলায় পোকা-মাকড় পিষে মারি
রক্ত নেশায় এই যে উম্মাদ আমি
প্রেমিকার দেহ ছিঁড়ে ফেলি
এসবে তোমার সমান অংশ।
যদি আমি হই ঘৃণিত, পাপাচার, পাপিষ্ঠ
তবে এর দায়ে তুমিও দোষী অদৃষ্ট-
আমায় শাস্তি দেবার আগে
একবার নিজেকে জিজ্ঞেস করো
আমার সকল পাপকর্মে
তুমিও সমতায় নিযুক্ত।
তোমার দোষেই আমার স্বরূপ
স্বরূপে আমি কেঁদেছি
তুমি বিপথ বানিয়েছো বলেই
আমি বিপদগামি হয়েছি।
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist
Comments
Post a Comment