Tumi Chaile by Nezamuddin Rony
Lyrics: Nezamuddin Rony
Tune & Vocal: Mousum Ahmed
Music: Nafiul Islam
তুমি চাইলে,
ভোরের শিশির রোদে মিশিয়ে গান গাইবো।
তুমি চাইলে,
তুমি চাইলে,
আকাশপটে মেঘনীল আলোয় সাজাবো।
তুমি চাইলে,
এ বোবাঠোঁটে হাজার বুলি ফোটাবো।
তুমি চাইলে আমি শুধু তোমার, তুমি হয়ে রইবো।
তুমি হীনা, এই একা একা
লাগে যে বড় শূন্যতা।
এই হাত দুটো এসে ধরো
পাবে যে শত পূর্ণতা।
তুমি চাইলে তোমার আকাশে হাজার ঘুরি উড়াবো।
তুমি চাইলে শ্রাবণ মেঘে অঝোর কবিতা ঝড়াবো। তুমি চাইলে এ নিথর দেহে অসুখ যন্ত্রণা সইবো।
তুমি হীনা, এই একা একা
লাগে যে বড় শূন্যতা।
এই হাত দুটো এসে ধরো
পাবে যে শত পূর্ণতা।
তুমি চাইলে তোমার আকাশে হাজার ঘুরি উড়াবো।
তুমি চাইলে শ্রাবণ মেঘে অঝোর কবিতা ঝড়াবো। তুমি চাইলে এ নিথর দেহে অসুখ যন্ত্রণা সইবো।
তুমি চাইলে আমি শুধু তোমার তুমি হয়ে রইবো।
তুমি হীনা,এই একা একা
লাগে যে বড় শূন্যতা।
এই হাত দুটো এসে ধরো
পাবে যে শত পূর্ণতা।
তুমি চাইলে
তুমি হীনা,এই একা একা
লাগে যে বড় শূন্যতা।
এই হাত দুটো এসে ধরো
পাবে যে শত পূর্ণতা।
তুমি চাইলে
নিয়ন আলো মুছে লক্ষ্য জোনাকি ছড়াবো।
তুমি চাইলে
তুমি চাইলে
রাজপথের মিছিলে বিদ্রোহী আমি নামবো।
তুমি চাইলে
তুমি চাইলে
এ কপালের ভাঁজে তোমার নামে চিন্তা লিখবো।
তুমি চাইলে আমি শুধু তোমার তুমি হয়ে রইবো।
তুমি হীনা,এই একা একা
লাগে যে বড় শূন্যতা।
এই হাত দুটো এসে ধরো
পাবে যে শত পূর্ণতা।
তুমি চাইলে আমি শুধু তোমার তুমি হয়ে রইবো।
তুমি হীনা,এই একা একা
লাগে যে বড় শূন্যতা।
এই হাত দুটো এসে ধরো
পাবে যে শত পূর্ণতা।
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist