Tor Hateh Hat by Nezamuddin Rony

Song: Tor Hateh Hat
Lyrics: Nezamuddin Rony & Sharna
Vocal : Evan Sarkar Mahedi
Music: Nafiul Islam

তোর হাত ধরে হয়নি চলা
হয়নি ভালবাসার কথা বলা।
তোর চোখে চোখ হয়নি রাখা
হয়নি তোর চোখের ভাষা শেখা।
কি করে বলি তোকে এ মনের শত কথা
কিভাবে বুজায় আমি এ মনের যত ব্যাথা।

তোর হাত ধরে চলার আশায়
বুঝে নিবো তোর চোখের ভাষায়
ছুটে চলি তোর পিছু পিছু।
বলে দিতে আজ চাই যে কিছু।
কি করে বলি তোকে এ মনের শত কথা
কিভাবে বুজায় আমি এ মনের যত ব্যাথা।

কখন আসবে সে সময় বল
আমি পাড়ি দিতে রাজি নৌকা ছাড়া জল।
তোর মনের দরজাটা খুলে রাখ
তোর যত না বলা কথা উড়ে যাক।
কি করে বলি তোকে এ মনের শত কথা
কিভাবে বুজায় আমি এ মনের যত ব্যাথা।

তোর মনের হাল জানতে
তোর সাথে যত স্বপ্ন বুনতে
এগিয়ে যাই তোরি প্রান্তে
ভুল করিস না আমায় চিন্তে।
কি করে বলি তোকে এ মনের শত কথা
কিভাবে বুজায় আমি এ মনের যত ব্যাথা।

#NezamuddinRony #filmmaker #writer #Lyricist

Popular posts from this blog

For my blog readers

Speed up Firefox

How to turn on wireless zero configuration in XP