Shukhei Bedhechi Ghor by Nezamuddin Rony
কবি: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony
বই: এলোমেলো ভাবনা / ElomeloVabna
আমার ব্যর্থ চাঁদ
তোমার মন খারাপের রাত।
আমার সূর্য দীঘল বাড়ী
তোমার শীতের আলসেমি।
আমার নষ্ট হবার প্রাত
তোমার কষ্ট পাবার ধাত।
আমার বিচ্ছেদের শব্দ ভারী
তোমার অন্য পাড়ায় বাড়ী,
আমার স্বপ্ন ভাঙা তরী
তুমি দেও না খেয়া পাড়ি।
আমার দিন ফুরোলো
তোমার অন্য গল্প শুরু হলো।
আমার স্মৃতির পাতায় ঝড়
তোমার তখন অন্য বুকে ঘর।
আমার সকল আহাজারি
তোমার মিথ্যা লাগে ভারি
আমার দুঃখরা আত্মঘাতি
তোমার সুখের বাড়া-বাড়ি।
এখন শুধু একা আমি
কিছু নষ্ট মাতলামি
সুখেই বেঁধেছি ঘর
তোমার দিন বদলের পর।
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist
Comments
Post a Comment