Sharthok Premik by Nezamuddin Rony
লেখক: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony
বই: এলোমেলো ভাবনা / ElomeloVabna
ভালো থেকো স্বপ্ন নিয়ে
সাজানো জীবন নিয়ে
সুখ ভরা সংসারে হাতভর্তি
কাচের চুড়ির ছন্দ নিয়ে।
ভালো থেকো গোছানো ঘর নিয়ে
অগোছালো স্বামীকে নিয়ে
টুংটাং হাড়ি পাতিলের লড়াইয়ে
ভালো থেকো সাংসারিক শব্দে।
ভালো থেকো মিষ্টি সকালে
ক্লান্ত দুপুরে,
অপেক্ষারত সন্ধ্যায় মন খারাপের রাতে
অন্য কারো মাতাল করা চাওয়ায়
অন্য কোনো বুকে
ভালো থেকো একজীবনের পূর্ণতা নিয়ে।
আমি না হয় কষ্টে ভরা
নষ্ট ধারায় পুড়েই যাবো
এই জীবনের দীর্ঘনিশ্বাস ঢেকেই রব
তবুও তোর সুখ আকাশে মেঘ ঝড়াবো না
এই বুকের উত্তাপে তোর ঘর জ্বালাবো না।
হঠাত্ কোন নৈশব্দের রাতে
ঘুমন্ত তোর স্বামীর পাশে
এই নষ্ট জীবনের কষ্টে
দু'ফোঁটা অশ্রু ফেলিস
তবেই আমি সফল হব
এই জীবনের সকল কষ্ট ভুলে
আনন্দে মত্ত হব
কেবল তবেই আমি সার্থক প্রেমিক হব।
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist