Prottagkhato by Nezamuddin Rony
লেখক: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony
বই: এলোমেলো ভাবনা / ElomeloVabna
ভালোবাসায় প্রত্যাখ্যাত একটি ফুলকে শূলে চড়িয়েছি
ঝুলিয়ে দিয়েছি সিলিংফ্যানে
তিলে তিলে মরবে সে
তীব্র কষ্টের আর্তচিৎকার ঢাকা পড়ে যাবে বাস্তবিকতার শব্দে
বেদনার বিষে কালচে হয়ে যাবে
অভিমানের পাল্লাটা ভারী হয়ে আসলে
একটা একটা করে খসে পড়বে পাপড়িগুলো
মৃত্যু অনিবার্য
প্রত্যাখ্যাত হৃদয় যেমন মরে।
হত্যার দায়ে নষ্ট কাব্যের কাঠগড়ায় দাঁড়িয়ে নির্লিপ্ত গলায় বলব
যে খোঁপায় জায়গা পায়নি
পদতলই তার উৎকৃষ্ট স্থান।
যদি বিদ্রোহ করে তোমার বাসর ঘরের সমস্ত ফুল
যদি বিক্ষোভে বসন্তে আর কোন ফুল না ফোটে
যদি ভ্রমরগুলো মরে যায় হারাবার দায়ে
যদি কবিতার শব্দ বিলুপ্ত হয়
যদি প্রেমিক কবিতা লিখতে ভুলে যায়
যদি অভিমানে শরতের সব কাশফুল ঝরে যায়
তবে জেনে রেখ এ দায় আমার নয়,
ছলনার চতুরতায় হৃদয়ে যে ঘৃণার বিষ ঢেলেছ
তাই ছড়িয়ে দিচ্ছি লোকালয়ে।
আমায় নিয়ে সংবাদপত্রে জঘন্য শিরোনাম ছাপুক
রাজপথে মিছিল নামুক
বিচারের দাবিতে স্লোগান উঠুক
চায়ের কাপে আবেগ ফুটুক
সুশীল সমাজ আমায় বিদ্রুপ করুক।
তবুও যতক্ষণ দেহে আছে নিশ্বাস
মাথাচারা দিয়ে ওঠে ক্ষোভ, রাগ
বুকের ভেতর তীব্র হিংসা
ঠিক ততক্ষণ এই ধ্বংসলীলা চালিয়ে যাব
আমার হাত থেকে রক্ষা পাবে না
একটি নিষ্পাপ নিষ্কলঙ্ক কলিও ।
অপরাধীর হাত কড়া পরে
বিচারকের চোখে চোখ রেখে
সিনা টান করে দীপ্ত কন্ঠে বলব
পরাজিত হৃদয়ের মৃত্যু যতটা নির্মম
ঠিক ততটাই নির্মমতায় পৃথিবীর সমস্ত ফুল হত্যা করব।
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist
Comments
Post a Comment