Pori by Nezamuddin Rony
Song: Pori
Lyrics: Nezamuddin Rony
Tune & Vocal : Salamat Ullah
Music: Nafiul Islam
একটা পুরানো সাইকেল হাতে চাপা বই
মুখে লাগা হাসি, সে এক মৌনতা পরী।
কাঁচা রোদে আমি ভিজি।
এটা গল্প হলেও পারতো
আমার মাঝে সে বয়ে যেত। (২)
আমার সাদা পাঞ্জাবি,তার ঠোঁটে মৃদু হাসি
খোপায় গুজে দেওয়া সাদা ফুল
আমি মেঘে মেঘে ভাসি।
এটা গল্প হলেও পারতো
আমার মাঝে সে বয়ে যেত। (২)
তার পায়ের ছাপ চঞ্চল
তার চুলে খেলে মেঘদল।
আমি হাওয়ায় হাওয়ায় উড়ি তার আকাশে রঙ্গিন ঘুড়ি।
এটা গল্প হলেও পারতো
আমার মাঝে সে বয়ে যেত। (২)
#Nezamuddinrony #filmmaker #writer