Ochin Mon by Nezamuddin Rony
লেখক: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony
বই: এলোমেলো ভাবনা / ElomeloVabna
আমার দেহের ভেতর কাহার বসত
খুঁজি আমি কাহারে
দেয় না ধরা যায় না দেখা
লুকায় থাকে কোনখানে!
নিংশ্বাস এক বিশ্বাসহীন উড়ন্ত পাখি
কেমনে যায় কেমনে আসে খাঁচার ভেতর
কাহার এত কারসাজী
তারে খুঁজতে খুঁজতে হারায় নিজেরে
হারিয়ে তারে খুঁজি কার দ্বারে
আমার ধরে আমার ঘরে
কোথাও তারে পাই নারে।
আমার মাঝেই বিরাজ করে অচিন তো নয়
দিবা-রাত্রি মনের ঘরে কতই কথা কয়
কথার ছলে ভোলায় মোরে
ভুলের ঘরে ভুলেই যাই নিজেরে
নিজেরে ভুলে তারে চিনবো কেমনে
ভব জীবন ঠেকলো পারে
আজও পারলাম না চিনিতে
শোনে না বারণ মানেনা নিষেধ
রয় সে গোপনে।
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist