Nosto Kabbo by Nezamuddin Rony

 
Poem: Nosto Kabbo / নষ্ট কাব্য
Writer: Nezamuddin Rony / নিজাম উদ্দিন রনি
Book: ElemeloVabna / এলোমেলো ভাবনা

ভুল চরণে অশুদ্ধ বানানে লিখছি ব্যর্থ কবিতা
এলোপাথাড়ি ছন্দের গড়মিলে নষ্ট করছি কবিতার খাতা।
আমার কবিতা ঠাঁই পাবে না কোনো গ্রন্থগারে
শোভা বর্ধিত করবে না বুক শেলফের
স্থান পাবে না পড়ার টেবিলে
হরণ করবে না কিশোরীর হৃদয়
প্রেম জাগ্রত করবে না কোনো যুবকের বুকে
বস্তাপচা শব্দগুলো পড়ে থাকবে ময়লার স্তূপে।
তবুও লিখে যাচ্ছি যা ইচ্ছা তাই, হাবিজাবি
কেবল শব্দের আড়ালে নিজেকে লুকাতে
এক ক্ষত হৃদয়ের বিষ উগলে দিতে
কষ্টের করাঘাতে ধারালো করছি শব্দগুলো
সুসজ্জিত করছি অস্ত্রাগার, সাজিয়ে দিচ্ছি যোদ্ধা বেশে
যদি তোর সুখ সংসারে সমস্ত হাসির প্রতিরক্ষা বাহিনীকে পরাস্ত করে ডুকে পড়ে অন্দর মহলে
মন খারাপের কোনো এক সময়ে শব্দগুলো ঝড় তোলে তোর বুকে
পরাজিত হৃদয়ের আত্মহননের গল্প পড়ে
তীব্র ব্যাথার বানে ভাসে ঐ চোখ
ক্ষতবিক্ষত হয় হৃদয়
কেবল এই আশায় বেসামরিক শব্দগুলোকে শিখিয়ে দিচ্ছি সন্ত্রাসবাদ।
আমার কবিতা উচ্চারিত না হোক কোনো আলোকমঞ্চে
স্থান না পাক প্রেমিকের চিঠিতে
মানবতার বুলি না আওড়াক, দ্রোহ না জাগাক
এই নষ্ট কাব্যের জন্য আমায় কাঠগড়ায় তুলুক
কবিদের চোখে তীব্র ঘৃণা জাগুক
রাজপথে মিছিল নামুক
প্রশ্নবাণে সুশীল সমাজ আমায় বিদ্ধ করুক
তবুও আমি আমার মৃত্যুর এফিটাফে লিখে যাব
'ভুল প্রেমে ফলিত এক অখ্যাত কবি'।

#NezamuddinRony #filmmaker #writer #Lyricist

Popular posts from this blog

For my blog readers

Speed up Firefox

How to turn on wireless zero configuration in XP