Nagor-Kotha by Nezamuddin Rony
লেখক: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony
বই: এলোমেলো ভাবনা / ElomeloVabna
মিছিলের আর্তনাদে
বোবা রাজপথ কাঁদছে
নিয়নের আলোয়
ফুটপাথ পুড়ছে
পুড়া গন্ধ রুদ্ধশ্বাসে
আগুন জ্বলছে পেটের উদরে
আগুন জ্বলছে বুকের বাঁ পাশে।
আঁধার রাত থমকে আছে
অন্ধ নগরীতে
বিশ্বাসের ঘরে চোর ঢুকেছে
চোরাবালি কালো পিচে
ডুবছে দু'চোখ গভীর স্বপ্নে
স্বপ্নবোনা মানুষগুলো
মরছে ঘুমন্ত নিঃশ্বাসে।
চাঁদের আলো ফিকে পড়েছে
স্ট্রিট ল্যাম্পে
বেবাসি প্রেমিকের চোখে
বেওয়াফা প্রেমিকার মত শহরটা
বদলে যাচ্ছে
আমি খুঁজছি এক চেহারা
হাজারের ভীরে
অচেনা ভীরে অচেনা নগর
মুখোশে ঢাকা অন্তরালে
আঁতকে উঠি নিজেরি প্রতিবিম্বে।
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist
Comments
Post a Comment