Manchitro by Nezamuddin Rony
লেখক: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony
বই: এলোমেলো ভাবনা / ElomeloVabna
তবে তাই হোক
সময়ের খেরোখাতায় অভিমান বাড়তে থাক
অভিযোগের তির্যকে দুটি হৃদয় ক্ষত-বিক্ষত হোক
দূরত্ব বাড়তে বাড়তে দিগন্ত ছড়াক
কাঠ দেয়ালের কাঠিন্য ঝরে পড়ুক
তবে তাই হোক,
স্বপ্নগুলো অপূর্ণতায় থাক
দু-জোড়া চোখ স্রোতে ভাসুক
সাংসারিক শব্দের বাঁধন ছিন্ন হোক
লেনদেন সব চুকে যাক
তবে তাই হোক,
সম্পর্কের ছেঁড়া কাপড় থেকে দুটি হৃদয় মুক্তি পাক।
সম্পর্কের মানচিত্র আজ
অভিমানের কাঁটাতারে বিভক্ত
দু'পাশে দুটি হৃদয় ক্ষতবিক্ষত
অভিযোগের রাইফেল তাক করে আছে
চলছে দেনা-পাওনার দ্বন্দ্ব।
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist

Comments
Post a Comment