Madhomikeh Atkeh Gechi by Nezamuddin Rony
কবি: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony
বই: এলোমেলো ভাবনা / ElomeloVabna
এই নষ্ট জীবনের পরিক্রমা কবে শেষ হবে!
আর কতদিন ইলেকট্রনের মত তোর পিছু পিছু ঘুরবো?
রাসায়নিক বিক্রিয়ায় আমার তো নিঃশেষ নেই, কেবল বিন্যাসে মিলি।
ভুল জ্যামিতিতে তুমি আজ অন্য বুকে
একাউন্টিংয়ে হিসাব কর বায়লোজিক্যাল দেনাপাওনার,
আমি ইতিহাসের বই উল্টে রাখি
তোর প্রেমের ধর্মে অবিশ্বাসের ঘুণ ধরেছে-
Present, Past, Future কোন কালেই আমি নেই
তুই ইংরেজির মত অপাঠ্যই থেকে গেলি।
উচ্চতর বিদ্যা নেই বলে এই বুকে
প্রেমের ফসল ফলাতে পারিনি
তুই পদার্থের সংজ্ঞা মানিসনি তাই
এই বুক এখনো খালি।
সমাস, বিভক্তিতে তুই করিস সন্ধি বিচ্ছেদ
ব্যাকরণের মতো আজও তোকে বুঝি না বলে
‘আমি জীবনের সরল অংক কষি ভুল করে’।
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist
Comments
Post a Comment