Koster Khora by Nezamuddin Rony
লেখক: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony
বই: এলোমেলো ভাবনা /ElomeloVabna
এখন আমার প্রখর খরা
মাঠ ফাটা বুক রৌদ্রে পোড়া
অথৈয় সাগর শুকিয়ে যাওয়া
কাঠ ফাটা চোখ স্বপ্ন হারা।
এখন আমার রাত্রি দুপুর
ভির করে আসে কষ্ট শুধুই
অতীত স্মৃতির নষ্ট পাতা
সুখ গুলো সব বাস্তুহারা।
এখন আমার খাঁ খাঁ রোদ
ধূ ধূ মরুর তপ্ত বুক
অসীম তৃষ্ণা বুকের ভেতর
কাঠ ফাটা তাই শুদ্ধ নদ ।
এখন আমি নই তো মানুষ
শুদ্ধতম প্রেমিক পুরুষ
খেলতে খেলতে খেলার ছলে
আমি এক আস্ত ফানুস,
দহন তাপে জ্বলি এমন
চৈত্র মাসের দুপুর যেমন
চিতায় জ্বালা লাশের মতন
গরম তেলে লুচির মতন।
এখন আমার ঝাঁঝাল আকাশ
কষ্টের ঘরে হা-হুতাশ,
অসীম আকাশ শূন্যে ভরা
এখন আমার কেবল
'এক ফোটা' জলে মৃত্যু চাওয়া।
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist

Comments
Post a Comment