Kabir Jibon Nosto by Nezamuddin Rony


 
কবিতা : কবির জীবন নষ্ট / Kobir Jibon Nosto
লেখক: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony
বই: এলোমেলো ভাবনা / ElomeloVabna

কবি সংবিধানের জন্য ক্ষতিকর
শব্দ রাষ্টের জন্য হানিকর
আর তাই রাষ্টপ্রধান বলে দিলো
অস্ত্রের মুখে দেশ চালাব প্রয়োজন নেই কোনো কবির।
ঘোষণাপত্র এলো
কবি পাপী, অচ্ছুত, অনিষ্টকারী
কবিকে নির্বাসন দাও
কবির জীবন মূল্যহীন।
কি হবে শব্দ বুনে
সময়ের পাতায় কাব্য লিখে?
কবিতা কি ভাত দেবে
ক্ষুধার্ত পেটে বুটের আঘাত
বুলেটের নির্মম ঝংকারে
কবিতা কি বুক চিতিয়ে দাঁড়াবে?
এই যে পূর্ণ চাঁদের গল্প
নষ্ট ফুলের কাব্য
এসব অপ্রজোনীয়।
বেঁচে থাকার স্লোগানে চাঁদের সংজ্ঞা কই?
জীবনসংগ্রামে ফুল পিষে মারতে হয়।
ওসব মেয়ে ভোলানো ছক, বেহায়াপনা আর কি
কবির জীবন নষ্ট, মূল্যহীন।
কবিকে পিষে মার, ফাঁসির কাষ্ঠে তোল
দেহটাকে ছিন্নভীন্ন করে ফেল
কবিকে মৃত্যু দাও, শেষ নিঃশ্বাস পর্যন্ত জ্বালাও।

কবি তবু লিখে চলে...
বেহিসাবি ঋণের বোঝা বাড়িয়ে
সমস্ত নোংরা গালি হজম করে
রক্তচক্ষু উপেক্ষা করে
রাইফেল কে ভৎর্সনা করে
সাংসারিক দায় অবজ্ঞা করে
প্রেমিকার সমস্ত আহাজারি ভুলে
কবি লিখতে থাকে...

কোনো একদিন শব্দের ক্রোন্দলে পাথর বুকে আঘাত হানবে
ঘুমিয়ে থাকা বুকে দ্রোহ জাগাবে
পাপিষ্ঠ শরীর ভালোবাসায় ভাসাবে
হৃদয় জুড়ে প্রেমের তুমুল স্লোগান তুলবে,
কেবল এই আশায় কবি শব্দ ভাঙে, শব্দ গড়ে
সকল অনর্থক শব্দে শীর্ণ শহরের ছবি আঁকে।

#NezamuddinRony #filmmaker #writer #Lyricist


Comments

Popular posts from this blog

For my blog readers

Speed up Firefox

How to turn on wireless zero configuration in XP