Jiboner Nisshas by Nezamuddin Rony
লেখক: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony
বই: এলোমেলো ভাবনা / ElomeloVabna
বালিকা আর কত দূরে থাকবি
এবার তো কাছে আয়
ভালোবাসায় আমরা দুজন
একটু শীতল হই ।
দূর আকাশে ঐ মেঘ জমছে
ভয় কেন পাস তুই!
আমি তো থাকবো পাশে
অঝর ধারায় ভেজবো আজ
আমরা দুজন মিলে ।
বসন্ত ঐ এলই বলে
আর কত-কাল থাকবি দূরে?
ফুলের গন্ধে মাতাল ছন্দে
আমার যে ভীষণ একলা লাগে।
একলা লাগে দিনে-রাতে
একলা লাগে বুকের খাঁজে
স্বপ্ন ভরা গভীর ঘুমে
নিঃস্ব রাতে শূন্য ঐ বিছানাতে।
সাবালিকা, একটু তাকা
পুড়ে যাওয়া এই আমাকে
এবার একটু বাঁচা.
বাঁচতে চাই, থাকেতে চাই
আমি তোর সিঁথানে
ভরা জ্যোৎস্নায় বাতে রাখবো মাথা
তোর কাঁধেতে,
লক্ষ কোটি তারার নিচে
জ্বলবে হাজার জোনাক
কানে কানে বলে দেব
"তুই এই জীবনের নিঃশ্বাস"।
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist