Hariye Gechi by Nezamuddin Rony
Lyric: Nezamuddin Rony
Tune & Vocal: Salamat Ullah
Tune & Vocal: Salamat Ullah
Music: Nafiul Islam
হারিয়ে দূরে কোথাও
এই মুখোশের শহর ছেড়ে
অন্য কোন নগরে
ফেলেছি নোঙর।
ফেলেছি নোঙর।
হারিয়ে দূরে কোথাও
কেউ চিনবে না আমায়
ডাকবে না সেই পুরনো নামে
লিখবে না চিঠি কেউ আমায়।
আমি হারিয়ে দূরে কোথাও
এই মুখোশের শহর ছেড়ে
অন্য কোন নগরে
ফেলেছি নোঙর।
ফেলেছি নোঙর।
হারিয়ে দূরে কোথাও
কিছু ভুল কিছু ত্রুটি
সপ্নেরা সব দেয় উকি।
নিরবতায় আজ সে তুমি
শূন্যতায় ভাসিয়ে স্মৃতি।
এই মুখোশের শহর ছেড়ে
অন্য কোন নগরে
ফেলেছি নোঙর।
ফেলেছি নোঙর।
হারিয়ে দূরে কোথাও
এই মুখোশের শহর ছেড়ে
অন্য কোন নগরে
ফেলেছি নোঙর ।
ফেলেছি নোঙর ।
হারিয়ে দূরে কোথাও
#Nezamuddinrony #Filmmaker #writer #Filmcoder