Harai Na by Nezamuddin Rony
Song: Harai Na
যে চোখ কখনো আঁকেনি শিল্পী
কোনো শিল্পীই আঁকায় না।
তবু-হারাই কেনো তোমার চোখেই
অন্য চোখে হারাই না ?
আমি হাটতে হাটতে হাটি না।
পাখির নীড়ের সাথে নয়
Lyrics: Nezamuddin Rony
Tune & Vocal: Mousum Ahmed
Music: Nafiul Islam
আমি হাঁটতে হাঁটতে হাঁটি না
পা বাড়াতে বাড়াতে বাড়াই না।
তোমার উৎসুক ওই কালো চোখের
পা বাড়াতে বাড়াতে বাড়াই না।
তোমার উৎসুক ওই কালো চোখের
মায়ায় জড়িয়েও জড়াই না।
যে চোখ কখনো আঁকেনি শিল্পী
কোনো শিল্পীই আঁকায় না।
তবু-হারাই কেনো তোমার চোখেই
অন্য চোখে হারাই না ?
আমি হাটতে হাটতে হাটি না।
পাখির নীড়ের সাথে নয়
কোনো শালিক জোড়ার মতো নয়।
জেনো ভ্রমর কালো নীল কয়রা
অথবা তারার মতো নয় মেনো।
অথবা তারার মতো নয় মেনো।
যে চোখ কখনো আঁকেনি শিল্পী
কোনো শিল্পীই আঁকায় না।
তবু-হারাই কেনো তোমার চোখেই
অন্য চোখে হারাই না ?
আমি হাটতে হাটতে হাটি না।
তোমার চোখ ছুঁড়ে দেখো আকাশে
আকাশ থাকবে না কো ফ্যাকাসে।
আমি জানি না তবু-বিশ্বাসে ভাসি।
এমন চোখ পেয়েছে, একা সে।
সেই-চোখের প্রেমটুকু ধার দিও
চাইব না কিছু আর দিও
শুধু তোমার চোখে আমার দু'চোখ
আটকে রাখার, ভার নিও।
বুঝে নিও পলক বিহীন চোখেতে তোমার
হেঁটে চলি আমি দাঁড়াই না।
তবু হারাই কেনো তোমার চোখেই
অন্য চোখে হারাই না।
কোনো শিল্পীই আঁকায় না।
তবু-হারাই কেনো তোমার চোখেই
অন্য চোখে হারাই না ?
আমি হাটতে হাটতে হাটি না।
তোমার চোখ ছুঁড়ে দেখো আকাশে
আকাশ থাকবে না কো ফ্যাকাসে।
আমি জানি না তবু-বিশ্বাসে ভাসি।
এমন চোখ পেয়েছে, একা সে।
সেই-চোখের প্রেমটুকু ধার দিও
চাইব না কিছু আর দিও
শুধু তোমার চোখে আমার দু'চোখ
আটকে রাখার, ভার নিও।
বুঝে নিও পলক বিহীন চোখেতে তোমার
হেঁটে চলি আমি দাঁড়াই না।
তবু হারাই কেনো তোমার চোখেই
অন্য চোখে হারাই না।
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist