Ekbar Eso by Nezamuddin Rony



কবিতা: একবার এসো / Ekbar Eso
কবি: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony
বই: এলোমেলো ভাবনা / ElomeloVabna

সময় হলে একবার এসো
তোমাকে ছাড়া কতটা সুখে আছি
মাতালের আসরে কতগুলো রাত নির্বাসন দিয়েছি
কতগুলো দিন বেদনা কাতর পথের পানে চেয়ে থেকেছি
বিরহ বুকের ব্যথায় সূর্য কে কতটা পুড়িয়েছি
তুমিহীনতায়-নিঃসঙ্গতায় কতটুকু চিনেছি তোমাকে, নিজেকে
একবার সময় করে এসে, দেখে যেও
অবেলার সেই কিশোরী আজ কতটা বদলে গেছো।

অগোছালো স্বামী, গৃহস্থালি টুকিটাকি
সাংসারিক শব্দে থেকে ছুটি নিয়ে
একবার এসো
অন্তত এই ব্যর্থ প্রেমের কাব্য পূর্ণ করতে
ভালোবাসা-বাসিতে অভ্যস্থ দুটি ঠোঁট
কতটা ছলনা লুকিয়ে রাখতে পারে
দেখিয়ে যেও।
শব্দের ক্রন্দলে হৃদয়ে ব্যথার ঝড় উঠেছে
নোনা জলের ছাটে চোখের পাতা ভিজছে
অব্যক্ত কথাগুলো ভিজে জড়োসড়ো
সেসব শুনতে না হোক
এই আমিও কতটা বদলে গেছি
দেখে যেও,
অবসর পেলে এসো
অন্তত হারানো তুমিকে খুঁজে পেতে
এই চোখের পানে একবার তাকিও।


#NezamuddinRony #filmmaker #writer #Lyricist

Comments

Popular posts from this blog

For my blog readers

Speed up Firefox

How to turn on wireless zero configuration in XP