Ei Jah Sob Vulechi by Nezamuddin Rony
কবি: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony
বই: এলোমেলো ভাবনা / ElomeloVabna
এই যা সব ভুলেছি
কবে,কখন, কার আঁচলে বাধা ছিলাম
কার বুকেতে ঘুমিয়েছিলাম
কোন ঠোঁটে ডুবেছিলাম
কার চোখেতে হারিয়েছিলাম!
কোন দেহেতে মজেছিলাম
শেষ রাতটা কার সখ্যতায় ভাসিয়েছিলাম।
সব ভুলেছি
বেঁচে থাকার ভুল নিয়মে
ভাসিয়ে গা উজান টানে
ভাটির ব্যথা সব ভুলেছি
বর্ষার ভরা যৌবনে।
এই যা সব ভুলেছি
দেহের ঋণ শোধার
আগেই প্রেম ছেড়েছি।
সব ছেড়েছি
নষ্ট ছায়ায় নষ্ট হাওয়ায়
মনের টানে মন পুড়ে না
দেহের টানে দেহ টাটায়।
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist

Comments
Post a Comment