Ei Cheleta by Nezamuddin Rony
লেখক: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony
বই: এলোমেলো ভাবনা / ElomeloVabna
এই ছেলেটা দুষ্টু বড়ো, এই ছেলেটা পাজি
এই ছেলেটা করে বেড়ায় সারাদিন শুধুই বদমাইশি
এই ছেলেটা নষ্ট, এই ছেলেটা ফাজিল
কেউ জানে না কেউ বোঝেনা
এই ছেলেটা কষ্ট বাড়ায় বুকের ভেতর নিত্যদিনি-।
এই ছেলেটা আস্ত ত্যাঁদড়, এই ছেলেটা বাঁদর
করে বেড়ায় কেবল পাগলামি, এই ছেলেটা পাগল
এই ছেলেটা শুদ্ধ নেই, এই ছেলেটা বখাটে
গলির মোড়ে দেখলে সবাই ব্যস্ত থাকে তাড়াতে,
তাড়িয়ে দেয় সব- লোকে, যেমন তাড়ায় কুকুর
এই ছেলেটার কেউ নেই আর, সবাই মারে মুগুর।
এই ছেলেটার উস্কো চুল, ময়লা জামা
এই ছেলেটার বুকের ভেতর কষ্ট অনেক জমা।
এই ছেলেটা নিষিদ্ধ হয়েছে
প্রেমের নামে নিঃস্ব হতে সব বাজি রেখেছে...।
এই ছেলেটারও স্বপ্ন ছিল
বুক ভরা ভালোবাসা ছিল
গোছানো একটা জীবন ছিল।
আজ ছেলেটার সব-গেল, ভুল রমণিকে ভালোবেসে-
ভুলের ঘরে বসত করে, আজ সে সব হারাল
এই ছেলেটা নিঃস্ব বড়ো, হারিয়ে ফেলেছে নিজ অস্তিত্ব
ভুল পথে দিয়েছে পা,
এই ছেলেটার এখন শুধুই "মৃত্যুর জন্য বাঁচা"।
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist