Bodle Gechi by Nezamuddin Rony
কবি: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony
বই: এলোমেলো ভাবনা / ElomeloVabna
আমি আর আগের মত নাই
আমি অনেক বদলে গেছি,
এই আমি এক উড়নচন্ডী
তুই কেমন গুছিয়ে দিতি
ঘুমের ঘোরে স্বপ্নগুলো
সাজিয়ে দিতি।
রোজ সকালে মিষ্টি করে
দিতিস আমায় ডেকে
মধ্যরাতে ঘুমিয়ে দিতি
ঘুমপড়ানি গান গেয়ে।
তোরি বারনে কড়া শাসনে
আমি হয়েছিলাম শুদ্ধ
তোরি কারণে আজ
নিষিদ্ধ রাতে হলাম নষ্ট।
নষ্ট হয়েছি কষ্টে পুড়ছি
করছি কতই আর্তনাদ
তোর কানে তো যায়না কিছুই
ঐ হৃদয়ে এখন অন্য কারো বাস।
এই যে দেখ, আমি আর আগের মতো নেই
আমি অনেক বদলে গেছি
নষ্ট জোয়ারে এই নষ্ট জীবন ভাসিয়ে দিয়েছি।
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist
Comments
Post a Comment