Ari by Nezamuddin Rony


 
 
কবিতা : আড়ি / Ari
লেখক: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony
বই: এলোমেলো ভাবনা / ElomeloVabna

কোন শহরে থাকিস বল !
কোন নগরে তোর বাড়ি !
কোন হৃদয়ে ঝড় তুলে !
কোন জোয়ারে ভাসলি !
কার কাঁধেতে রাখিস মাথা !
কোন আকাশে চাঁদটা দেখিস !
কোন বুকেতে বাঁধলি বাসা !
কোন বুকটা ভাগিস !
খেলতে খেলতে নেশায় মাতিশ
ইচ্ছে হলেই সব গুড়িয়ে দিস
ভাঙ্গতে নতুন করে, বল
কার চোখেতে স্বপ্ন বুনিস !
(আজ চোখের তারায় চোখটি রেখে
দিব্যি কেটে বল
আর কতটা হৃদয় ভাঙলে
শান্তি হবে তোর?)
কার স্বপ্নে বিভোর হতে !
এই উঠান ছেড়ে দিলি
কোন জীবনটা গুছিয়ে দিতে !
এই নিঃশ্বাস কেড়ে নিলি

আমার সাথেই ছিলো বুঝি !
তোর এক জনমের আড়ি।

#NezamuddinRony #filmmaker #writer #Lyricist

Comments

Popular posts from this blog

For my blog readers

Speed up Firefox

How to turn on wireless zero configuration in XP