Ar Ekti Bidrohi Kobita Likbo by Nezamuddin Rony
লেখক: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony
বই: এলোমেলো ভাবনা / ElomeloVabna
আমি আমার মত লিখব কবিতা, গান
আমি আমার প্রেয়সীর জন্য শব্দে সাজাবো বাসর
আমি আমার অধিকারের দাবি আঁকব পাতায়
আমার মানচিত্রে ক্ষুধার্ত পেটের দাগ লেগে রয়।
আমি আমার কষ্টেভরা বুকের ব্যথা
আমার বিশ্বাসঘাতক প্রেমিকার দাগা
নির্লজ্জ, বেহায়া দুঃস্বপ্নের কথা
আমার স্বাধীনচেতা জরাজীর্ণ মুক্তির কথা
আমার ফুটো-ছেঁড়া নিয়তির কথা
আমি আমাদের পাঁজরে ঝেঁকে বসা হিংস্র শোষণের কথা
শাসকের সেসব ভয়াল কালরাত্রির কথা
আমার সতিচ্ছেদের রক্তে ভাসা রাজপথের কাব্যটা
আমি আমার মুক্ত আকাশ নিলামে ওঠার গল্পটা
আমার বন্দিত্ব বুক পাঁজরের করুণ দুর্দশা
কণ্ঠ ছিঁড়ে প্রতিবাদী শ্লোগানে ঝরাব
মিছিলে মিছিলে কণ্ঠস্থ হবে আমার বিষাক্ত শব্দ
আমি দূষিত শব্দে নষ্ট শহর মাতাব।
এই কংক্রিটের শহরের বাতাস, প্রতিটি ইট দেয়াল
আমার বিষাক্ত শব্দে মাতাল হবে
আমি অগ্নিময় শব্দে ক্যামফায়ার জ্বালাব।
তোমরা রাইফেল উঁচিয়ে রাখো
তোমরা ক্ষমতার শিশ্ন চেতিয়ে ধর
বুলেটের হুঙ্কার ছুড়ো, বারুদের গর্জন ছাড়
আমি আমার বুকের রক্তে আর একটি
বিদ্রোহী কবিতা লিখে যাবো,
আমার ভগ্নাবশেষ চিৎকার করে বলবে
মারো আরো একবার মরব
মরার আগে হে রাষ্ট্র তোমায়
আর একবার জন্ম দিয়ে যাব।
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist
Comments
Post a Comment