Ami Valo Achi by Nezamuddin Rony
লেখক: নিজাম উদ্দিন রনি / Nezamuddin Rony
বই: এলোমেলো ভাবনা / ElomeloVabna
আমি ভালো আছি- সত্যি বলছি
আমি ভালো আছি,
এই যে দিনকে দিন
প্রশস্থ হচ্ছে ঠোঁটের হাসি
নিরবতার আড়ালে লুকিয়ে নিচ্ছি চোখের পানি,
তারপরও বিশ্বাস হচ্ছে না!
কসম করে বলছি, আমি ভালো আছি
বিশ্বাস করো ........
আমি ভালো আছি জোনাকির মত
চিতায় জ্বালা লাশের মত
মধ্যরাতের দুঃস্বপ্নের মত
বুক ফাটা মাঠের মত।
আমি বেশ্যার কাছ থেকে
শেখেছি ছলাকলা
মাতালের আসরে শিখেছি ভালো
থাকার মন্ত্র
এখন আমি দিব্যি আছি-
বেরিয়ে আসা প্রতিটি দীর্ঘ নিঃস্বাসেও
আমি ভাল আছি, দিব্যি করে বলছি.....।
এখন আমি দুধেল জ্যোৎস্না দেখিনা
বৃষ্টিতে ভিজি না, বসন্ত চিনি না
দীঘল রাত্রি নিকোটিনে পুড়িয়ে
মদের বতলে সব বিসর্জন দিয়ে
এই তো দিব্যি বেঁচে আছি.......।
দিন দিন ইচ্ছে
গুলোর অপমৃত্যুতেই
আমি ভালো আছি।
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist