Ami by Nezamuddin Rony
আমার আঙিনা ত্যাড়া
নাচতে পারি না
বললে কেহ দোষটা আমার
ভাঙ্গবো আমি মুগুর তার।
আমার জীবটা কাটা
চাটতে পারি না
বললে কেহ চাটুটা
উগলে ফেলি বিষটা।
কি করবো! আমার হাতটা খোলা
চাপতে চায় মিথ্যাচারীর গলা
পায়ে তলায় ভারি শক্ত বুট
সাপের মাথায় ভাঙ্গি মুকুট।
আমার সবটাই দোষ গুন তো নেই
কোন নারীর প্রেমে মরবো
এমন সাধ ও সাধ্য নেই।
আমার সাধ অন্য কোথায়
ঘাসের ডগায় শিশির ফোঁটায়
পুকুর ঘাটে শ্যাওলা ভাসায়
নষ্ট নারীর আঁচল খোলায়।
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist