Amar Mritto Chai by Nezamuddin Rony
Writer: Nezamuddin Rony / নিজাম উদ্দিন রনি
Book: ElomeloVabna /এলোমেলো ভাবনা
আমি আমার মৃত্যু চাই
আমায় মৃত্যু দাও।
যদি নিংশ্বাসে প্রশ্বাস
মেলাতে না পার
তবে বন্ধ করে দাও
আমার শ্বাস-প্রশ্বাস।
এই অযাচিত বেঁচে থাকা
বুক চাপড়ানো আর্তনাদ
অদম্য মৃত্যু নাচ
আমি চাই না..।
তোমাদের এই নষ্ট পৃথীবিতে
যাবজ্জীবন কারাদন্ড চাই না...,
আমার ফাঁসির রায় কার্যকর করো
আমি মুক্তি চাই, আমায় মৃত্যু দাও।
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist