Activities Of Mine


০১। আড্ডাবাজি, লাফালাফি, হইচই এসব আমার রক্তে। দিনের বেশিরভাগ সময় ফ্রেন্ডদের সাথে আড্ডা মারি। চুপচাপ বসে থাকতে পারি না। আশেপাশের মানুষকেও চুপচাপ বসতে দিতে পারি না। চুপচাপ মানুষ দেখলে প্রচন্ড বিরক্তি লাগে।
০২। আমি বিশ্বাস করি যতক্ষন বেঁচে আছি ততক্ষণ মজা করেই বাঁচি। জানিনা কখন টুপ করে উপরে চলে যাই।অতএব, নো চিন্তা, ডু ফুর্তি।
০৩। আবার নিজের একা একা সঙ্গটাও অবশ্য কম উপভোগ করি না। প্রচন্ড কল্পনাপরায়ন! বেশির ভাগ সময়ে কল্পনার জগতেই কাটাই।
০৪। খাওয়া-দাওয়া করতে একটু বেশি ভালবাসি। স্পেশিয়ালি ফাস্ট ফুড। যদিও আমাকে দেখে সবাই বলে আমি নাকি খাই না। আম্মার হাতের বেশিরভাগ রান্নাই মোস্ট ফেবারিট,কারন আমার আম্মাজান দারুন রান্না করতে পারে।
০৫। ক্রিকেট খুবই ভালোবাসি..প্রথমে আমার প্রিয় দেশ বাংলাদেশ ক্রিকেট টিমের সাপোর্টার...দেশের বাইয়ের ভারত টিমের সাপোর্টার। তবে সব টিমে আমার অনেক প্রিয় ক্রিকেটার ও আছে...
০৬। ছোট বেলায় মাঝে মাঝে ফুটবল খেলতাম। শুধু গোল করার জন্য কর্নারে থাকতাম। ফুটবলে ব্রাজিলের সাপোর্টার। ক্লাবে রিয়েল মাদ্রিদ এবং চেলসিকে অনেক ভালো লাগে।
০৭। মুভি দেখতে খুবই পছন্দ করি। দিনের বেশিরভাগ সময় পড়াশুনা বাদ দিয়ে টিভি,ডিভিডি নিয়ে ব্যস্ত থাকতাম। এখন ল্যাপটপ নিয়ে।
০৮। মিউজিক ইজ মাই লাইফ... \m/ হাটতে, বসতে, খাইতে, পড়তে বেশিরভাগ সময় গান শুনি কিন্ত আমি গান গাইলে কাক ও নিজের কানে তুলা দিবে... জঘণ্য গলা।
০৯। ক্রিয়েটিভ জিনিস এবং ট্রাভেলিং ছোটবেলা থেকেই অনেক পছন্দের। বাংলাদেশের মধ্যে রাজশাহী, রংপুর এবং বান্দরবন যাওয়ার বাকি আছে। আশা করি, এই বছরের মধ্যেই বাংলাদেশ ঘুরে দেখা শেষ হয়ে যাবে। তারপর বেঁচে থাকলে, দেশের বাহিরে কয়েকটা দেশ ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে...
১০। আমার পরিবার এবং বন্ধুদেরকে খুব ভালবাসি। যৌথ পরিবার আমার খুবই পছন্দের।

# About My Nature

My way of life is i treat peoples the way they treat me.Like if you'r friendly and nice with me i'll also be so friendly and nice with you. If you talk so freely with me i'll also talk to you so freely like you and if you show me any kind of attitude then i won't be nice to you anymore.I will also show my attitude. That is why i said i treat peoples the way they treat me. So if you want be a friend of mine, be friendly with me and show formality when you'r talking with me for the first time cause i do the same.


# Want to know more ? Right..

I don't flirt and i really dislike flirting and also the peoples who flirt cause to me flirting is like kinda Ruddy behave and i don't like Ruddy peoples.I like peoples who have nice personality and who don't flirt.I only add peoples whom i would like to talk and close familiar.I don't add peoples to get more and more likes in my stuffs cause there's no value of lots of likes in Facebook to me.I like to keep my friend list so short so that i can give my friends more time.I remove those peoples who don't ever knock me and my ego don't allow me to knock them.

I am not always the same.i am a changeful Person.Peoples behaves change me. I hate liars. Sometimes i talk so rudely and that is just because you made me to act rude...

I hate ignorance very much if i notice that you'r ignoring me, i'll never talk to you. making a place for you in my heart is very easy..All you have to do just be nice to me. i have some ego problem.. don't ever try to flirt with me..


# Want to know what i like to wear ?

I like to wear jeans,half pant. I like to wear long fitting shirt. I love converse and of course i like T-shirt and my life my rules. I do what i myself like to do. I like small hairstyle very much. My favorite color is Black sometimes like Red too.



Popular posts from this blog

For my blog readers

Speed up Firefox

How to turn on wireless zero configuration in XP