Priyotoma by Nezamuddin Rony
Song: Priyotoma
Lyrics & Tune: Nezamuddin Rony
Vocal: AR Rasel
Music: Nafiul Islam
আমার সব ভাবনায়
তুমি আর তুমি
তুমিময় আমার এই জীবন।
চায়ের কাপে,বন্ধুদের আড্ডায়
তোমার ছবি মনের মাঝে
তাই তুমিই স্বপন।
চেনা এই নগরে
তোমার হাত ধরবো বলে
তুমি থাকবে আমারি চিরকাল।
ভালোবাসি তোমায় প্রিয়তমা
ভালোবাসি তোমায় প্রিয়তমা। (২)
তোমায় নিয়ে কত শত স্বপ্ন
চেনা এই শহরে বাধবো দুইজন মিলে।
যদি তুমি বলো একটিবার
এসে দাড়াও,আমার দুয়ারে।
তোমায় ভেবে শত গান কবিতায়
বুঝিয়েছি ভালোবাসি তোমায়।
ভালোবাসি তোমায় প্রিয়তমা
ভালোবাসি তোমায় প্রিয়তমা। (২)
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist
Comments
Post a Comment