Nei by Nezamuddin Rony
Song: Nei
Lyric: Nezamuddin Rony & Shah Alam Ranzu
Tune & Vocal: Nezamuddin Rony
Music: Nafiul Islam
আমায় খুঁজো না ঘুম বালিশে
অভিযোগের নালিশে
অভিমানের বারান্দায়
আমি আর নেই।
আমায় খুজো না রাতের আদরে
ভালবাসার চাদরে
বুকের তাপে আমি আর নেই।
আমি হারিয়ে গেছি তারাদের মিছিলে
অনুযোগের বাহিরে
সম্পর্কের কাটা-ছেড়ায় আমি আর নেই।
আমি নেই সময় অসময়ে
আমি আর নেই।
আমায় খুজো না সকালে দুপুরে
রোদ্র- ছায়ায় আমি আর নেই
আমায় খুঁজো না বৃষ্টিতে
মেঘলা আকাশে আমি আর নেই।
আমি হারিয়েছি আধারে,দুঃস্বপ্নের বাহিরে
বিচ্ছেদের বেদনাতে আমি আর নেই।
আমি আর নেই তোমার ঠোঁটেতে
নিঃসঙ্গতার আড়ালে আমি আর নেই।
তুমুল কান্না পেলেও
চোখের পানি শুকিয়ে গেলেও
আমায় আর খুঁজো না আমি নেই।
আমি হারিয়েছি ভুল বুঝাবুঝির বাহিরে
ভালবাসা-বাসিতে আমি আর নেই।
তুমি গুছিয়ে নিও তোমাকে
আমিহীন প্রতিটি মুহূর্তে
অন্য কোন বুকে, আমি আর নেই।
তোমার হাসিতে ঠোঁটের খুশিতে
ঝলমলে রোদ্ররে খুঁজে নিও
ব্যথার পালঙ্কে আমি নেই।
আমি নেই আয়নাতে
অযথা বায়নাতে, আমি আর নেই
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist
Comments
Post a Comment