Corona by Nezamuddin Rony
Song: Corona
Lyrics: Nezamuddin Rony
Tune: Nezamuddin Rony
Vocal: Ahad Fahim
Music: Ahad Fahim
করোনার ভয়ে এই শহর আজ নিস্তব্ধ
তাইতো সবাই নিজ নিজ ঘরে আবদ্ধ।
চেনা শহর আজ ভীষণ অচেনা
এই অসহায় জীবন আর ভালো লাগে না।
এই ভয় ভীতি কেটে যাক,সব প্রাণ ফিরে পাক
আবারো ডানা মেলে উড়বো মুক্ত আকাশে...
মানবজাতি আজ যেন অসহায় ঘরবন্ধি
বাড়ছে করোনা ভাইরাস আতঙ্ক সন্ধি।
সবাই যেন আটকে নিজেদের চার দেয়ালে
সামাজিক দূরত্ব সর্বদা কাম্য খেয়ালে।
এই ভয় ভীতি কেটে যাক,সব প্রাণ ফিরে পাক
আবারো ডানা মেলে উড়বো মুক্ত আকাশে...
ভুলেও দিও না আর অযথা নাকে মুখে চোখে হাত
করোনা হাজির হলে শুনবে না কোন অযুহাত।
আর নয় অবহেলা আর নয় যেন ট্রল
পরিষ্কার থাকবো এটাই তো আমাদেরই বল।
এই ভয় ভীতি কেটে যাক,সব প্রাণ ফিরে পাক
আবারো ডানা মেলে উড়বো মুক্ত আকাশে...
Comments
Post a Comment