Ari by Nezamuddin Rony
Lyric & Tune: Nezamuddin Rony
Vocal: Xensyy Moon
Music: Shanto Shaan
কোন শহরে থাকিস তুই বল
কোন নগরে বাড়ি তোর বল
কোন হৃদয়ে ঝড় তুলে
কোন জোয়ারে ভাসলি ভুলে।
কার কাঁধেতে রেখে মাথা
শুধাশ তারে বুকের ব্যাথা।
সে কি তোর রাখে খেয়াল
একবার আমায় বল ?
পারলে তুই নির্ভয়ে আমার সঙ্গে চল।
সঙ্গে চল, আমার সঙ্গে চল।
খেলতে খেলতে নেশায় মাতিশ
ইচ্ছে হলেই সব গুড়িয়ে দিস।
একটি বার ভেবে দেখিস
তোর মনকে প্রশ্ন করিস।
পারলে তুই নির্ভয়ে আমার সঙ্গে চল।
সঙ্গে চল, আমার সঙ্গে চল।
কার স্বপ্নে বিভোর হতে
এই উঠান ছেড়ে দিলি।
কার জীবনটা গুছিয়ে দিতে
এই নিশ্বাস কেড়ে নিলি।
পারলে তুই নির্ভয়ে আমার সঙ্গে চল
সঙ্গে চল, আমার সঙ্গে চল।
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist
Comments
Post a Comment