Rupkhothai Fera Hobe Na by Nezamuddin Rony
Song: Rupkhothai Fera Hobe Na
Lyric: Nezamuddin Rony
Vocal: RH Xihad
Music: Nafiul Islam
Editor: Syed Mohammad Shamsul Arefin
আট পাঁচটা অফিসে
ভুল হাসি ঠোঁটে করে
রুপকথায় ফেরা হবে না।
সময়েই ছকে বাধা
দিচ্ছে না ছুটি ঘড়ির কাটা
ব্যস্ত ভীষণ এই শহরটা।
সময়েই ছকে বাধা
দিচ্ছে না ছুটি ঘড়ির কাটা
নাগরিক জ্যামে বন্দি
এই হৃদয়টা।
শব্দের মিছিলে যান্ত্রিকতায় পিষ্ট
এই জীবন...
হারিয়ে সব আয়োজন
নিজেকে খুঁজে পায় না মন।
হারিয়ে সব আয়োজন
নিজেকে খুঁজে পায় না মন।
সময়েই ছকে বাধা
দিচ্ছে না ছুটি ঘড়ির কাটা
ব্যস্ত ভীষণ এই শহরটা।
সময়েই ছকে বাধা
দিচ্ছে না ছুটি ঘড়ির কাটা...
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist
Comments
Post a Comment