Ei Shohore by Nezamuddin Rony
Song: Ei Shohore
Lyric & Tune: Nezamuddin Rony
Music & Vocal: Jishan Alam
এই পথ টার মাঝে খুঁজি তোমাকে
খুঁজে ফিরে বেড়াই, খুঁজে নাহ পাই।
তুমি আছো কি না আছো এই শহরে
অন্ধের মতো তোমায় ভেবে যাই।
চারিদিকে হেটে একা একা ভেবে যাই।
দেখছো কিনা আমায়, ডাকছো এই ঠিকানায় ?
ভালোবাসো কিনা বাসো কি আমায়?
এক বার বলো জানতে খুব ইচ্ছে হয়।
ভালোবাসি ভালোবাসি এটা কি তুমি বোঝনা
ভালোবাসি ভালোবাসি এটা কি তুমি জানো না।
ভালোবাসি ভালোবাসি এটা কি তুমি বোঝনা
ভালোবাসি ভালোবাসি দূরে তুমি চলে যেও না।
কেনো একা ফেলে চলে গেছো আড়ালে
আমি কি তোমার না? বলে যেতে আমায়।
তুমি আছো কিনা আছো আমার পাশে ?
একবার শুধু এটাই বলে যাও।
চারিদিকে হেঁটে একা একা ভেবে যাই
দেখছো কিনা আমায় ডাকছো এই ঠিকানায়।
ভালোবাসো কিনা বাসো কি আমায়
এক বার বলো জানতে খুব ইচ্ছে হয়।
ভালোবাসি ভালোবাসি এটা কি তুমি বোঝনা
ভালোবাসি ভালোবাসি এটা কি তুমি জানো না।
ভালোবাসি ভালোবাসি এটা কি তুমি বোঝনা
ভালোবাসি ভালোবাসি দূরে তুমি চলে যেও না।
Lyric & Tune: Nezamuddin Rony
Music & Vocal: Jishan Alam
এই পথ টার মাঝে খুঁজি তোমাকে
খুঁজে ফিরে বেড়াই, খুঁজে নাহ পাই।
তুমি আছো কি না আছো এই শহরে
অন্ধের মতো তোমায় ভেবে যাই।
চারিদিকে হেটে একা একা ভেবে যাই।
দেখছো কিনা আমায়, ডাকছো এই ঠিকানায় ?
ভালোবাসো কিনা বাসো কি আমায়?
এক বার বলো জানতে খুব ইচ্ছে হয়।
ভালোবাসি ভালোবাসি এটা কি তুমি বোঝনা
ভালোবাসি ভালোবাসি এটা কি তুমি জানো না।
ভালোবাসি ভালোবাসি এটা কি তুমি বোঝনা
ভালোবাসি ভালোবাসি দূরে তুমি চলে যেও না।
কেনো একা ফেলে চলে গেছো আড়ালে
আমি কি তোমার না? বলে যেতে আমায়।
তুমি আছো কিনা আছো আমার পাশে ?
একবার শুধু এটাই বলে যাও।
চারিদিকে হেঁটে একা একা ভেবে যাই
দেখছো কিনা আমায় ডাকছো এই ঠিকানায়।
ভালোবাসো কিনা বাসো কি আমায়
এক বার বলো জানতে খুব ইচ্ছে হয়।
ভালোবাসি ভালোবাসি এটা কি তুমি বোঝনা
ভালোবাসি ভালোবাসি এটা কি তুমি জানো না।
ভালোবাসি ভালোবাসি এটা কি তুমি বোঝনা
ভালোবাসি ভালোবাসি দূরে তুমি চলে যেও না।
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist