Bisorjon by Nezamuddin Rony
Lyric:Nezamuddin Rony & Shah Alam Ranzu
Tune: Mousum Ahmed
Vocal : Obaidul Hoque Abir
Music: Nafiul Islam
ময়না পাখি উড়ে গেছে
ঠোঁটে নিয়ে প্রেম ভরা খাম।
মনভোলা মৌমাছি
ভুলে গেছে ফুলেদের নাম।
ঠোঁটে নিয়ে প্রেম ভরা খাম।
মনভোলা মৌমাছি
ভুলে গেছে ফুলেদের নাম।
এই শহরে মিথ্যার চাষাবাদে
নষ্ট ভালবাসা পরে থাকে ডাস্টবিনে। (২)
বুকের পাঁজরে রাখা
বোকা এক গল্পের নাম।
গুঞ্জনে ভেসে আসে
ঢেউ তোলা সাগরের গান।
বুকের পাঁজরে রাখা
বোকা এক গল্পের নাম।
গুঞ্জনে ভেসে আসে
ঢেউ তোলা সাগরের গান।
এই শহরে মিথ্যার অভিনয়ে
বাড়ছে বেচে থাকার দাম। (২)
ফাগুন আসে না বসন্ত বহে না
শুকিয়ে যাওয়া ফুল গুলো আর হাসে না।
যান্ত্রিকতায় বেড়েছে শহরের বেস্ততা
হৃদয়ের কথা হৃদয়ে পোছায় না।
তবু এই মিথ্যার শহরে
বেচে আছি, ভাল থাকা ঠোঁটে নিয়ে। (২)
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist
Comments
Post a Comment