Ekta Shohor by Nezamuddin Rony
Song: Ekta Shohor
Album: Aparajeyo
Lyric: Nezamuddin Rony
Tune: Lam Rahman
Band: Apekkhik
পিকুলিয়ার এক চশমা
দেয়ালে টাঙানো আয়না
বায়নাতে রোজ বাড়ি ফেরা হয় না।
চা আর সিগারেটে কতো রাত জাগা হয়
চোখে ভয়, জুতো ক্ষয়, পা টিপে হাটা হয়।
পথটা সোজা ছিলো
দু-পাশে ক্ষুধা ছিলো
ঘুম ছিলো লেখা দেয়ালে।
একটা শহর এক গল্প দেবে
হাত ঘড়িটার কাটা গুনে।
শেষ ল্যাম্পপোষ্টের আলো জ্বেলে
ভুল হাতে ভাঙা লেন্স ক্যামেরাতে।
ক্লান্তি ভরা দেহ
কাঁপে ঘুম ফাকে
কেউ উঠে দেখে না।
এলোমেলো কতো স্বপ্ন
ছকে মেলানো যায় না
বায়নাতে রোজ বাড়ি ফেরা হয় না।
#NezamuddinRony #filmmaker #writer #Lyricist